ভিক্টোরিয়ায় কোভিড-১৯ নিষেধাজ্ঞা শিথিলের রোডম্যাপ প্রকাশিত

Victorian Premier Daniel Andrews

Victorian Premier Daniel Andrews Source: AAP

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ করোনভাইরাস বিধিনিষেধের অনেক প্রত্যাশিত রোডম্যাপটি প্রকাশ করেছেন।তবে ব্যবসায়িক গোষ্ঠীগুলি ইতিমধ্যে অর্থনৈতিক মন্দার আরও ক্ষতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


ভিক্টোরিয়ায় ১৪ সেপ্টেম্বর স্টেজ ফোর লকডাউন নিষেধাজ্ঞাগুলো শেষ হওয়ার কথা ছিল। এখন এটি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

এরপর মেলবোর্ন এবং আঞ্চলিক ভিক্টোরিয়ায় বিধিনিষেধগুলি বিভিন্নভাবে পাঁচ পর্যায়ে তুলে নেওয়া হবে।

২৮ দিনের মধ্যে রাজ্যে কোনও নতুন সংক্রমণ রেকর্ড করা না হলে একটি চূড়ান্ত কোভিড-স্বাভাবিক পদক্ষেপ কার্যকর করা হবে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, তিনি বুঝতে পেরেছেন যে, খবরটি অনেক ভিক্টোরিয়ানের জন্য স্বস্তি বয়ে আনবে না।

পরের সপ্তাহান্তে, অর্থাৎ রবিবার, ১৩ সেপ্টেম্বর থেকে কারফিউ এক ঘন্টা পরে শুরু হবে, রাত ৮ টার পরিবর্তে রাত ৯ টাথেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে।

ভিক্টোরিয়ানরা বাইরে ব্যায়াম করতে পারবে বর্তমান বরাদ্দকৃত সময়ের দ্বিগুণ, অর্থাৎ, দুই ঘণ্টা এবং একক ব্যক্তি পরিবারে নতুন social bubble ruling অনুযায়ী একজনমনোনীত দর্শনার্থীর অনুমতি দেওয়া হবে।

প্রতিটি রোডম্যাপ পর্বের সমাপ্তি সংক্রমণের সংখ্যার উপর নির্ভর করবে এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় এর মডেলিং অনুযায়ী পরিচালিত হবে।

মডেলিংয়ে দেখা গেছে যে, মেলবোর্নে সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ১৪ দিনে গড়ে দৈনিক প্রায় ৬০ টি করোনভাইরাস সংক্রমণ থাকবে।

ভিক্টোরিয়ার ডেপুটি চিফ হেলথ অফিসার অ্যালেন চেং বলেন যে, সংক্রমণের সংখ্যা অবশ্যই অনেক কম হতে হবে।

২৮ শে সেপ্টেম্বর থেকে, যদি সংক্রমণগুলি প্রতিদিন ৫০ এর নিচে নেমে আসে, তবে জনসমাবেশ দুই থেকে বাড়িয়ে পাঁচ জন করা হতে পারে, কিছু শিক্ষার্থী স্কুলে যেতে পারবে এবং কর্মস্থলগুলি পুনরায় খোলা হবে।

তৃতীয় ধাপে ২৬ অক্টোবর থেকে প্রতিদিন পাঁচটিরও কম সংক্রমণ হলে কারফিউ ও বাড়ি ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হতে পারে এবং রিটেল ও হসপিটালিটি সার্ভিসগুলো আবার খোলার অনুমতি দেয়া হতে পারে।

এই পর্যায়ে এপিডেমিওলজি রিপোর্টের উপর ভিত্তি করে ইয়ার-৩ থেকে ইয়ার-১০ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হতে পারে।

ভিক্টোরিয়ার Education Minister James Merlino বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের যথাসম্ভব সহায়তা করতে প্রস্তুত আছেন।

এপিডেমিওলজি রিপোর্টগুলি স্টেজ ফোর বিধিনিষেধগুলোকে আরো সহজ করার নির্দেশনাহিসেবে কাজ করবে।

এই পর্যায়ে, নভেম্বরের শেষের দিকে, অর্থাৎ, ২৩ নভেম্বর থেকে ভিক্টোরিয়ানরা বাইরে ৫০ জন লোকের সমাবেশ করতে সক্ষম হবে, বাড়িতে ২০ জন দর্শনার্থী আসতে পারবে এবং খুচরা দোকান এবং হসপিটালিটি ভেনুগুলো খোলা হবে।

এদিকে, রুরাল ও রিজিওনাল ভিক্টোরিয়ায় খুব কম সংখ্যক কেস হওয়ায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিন ধাপের নিষেধাজ্ঞাগুলি সহজ করা হবে।

তবে অনেক ভিক্টোরিয়ানের জন্য পাঁচ সপ্তাহের অসহনীয় কঠোর বিধিনিষেধের পর, কোভিড-পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি যথেষ্ট দ্রুত আসা সম্ভব নাও হতে পারে।

ভিক্টোরিয়ার লিবারেল নেতা মাইকেল ও'ব্রায়ান বলেন, রাজ্যের contact-tracing পদ্ধতিগুলি অকার্যকর।

মিস্টার অ্যান্ড্রুজ বলেন যে, পদ্ধতিগুলি নিয়ে কাজ চলছে।

পরবর্তী কয়েক সপ্তাহে অসহায় অপারেটরদের জন্য যথেষ্ট পরিবর্তনের অভাব নিয়ে রাজ্য জুড়ে ব্যবসায়িক গোষ্ঠীগুলি উদ্বিগ্ন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, লকডাউনের সময়সীমা বৃদ্ধি রাজ্য এবং জাতীয় অর্থনীতি উভয়ের জন্য ক্ষতিকর এবং এতে আরো কর্মসংস্থানের সুযোগ হারাবে।

ভিক্টোরিয়ান চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির চিফ এক্সিকিউটিভ, পল গুয়েরা বলেন, ব্যবসায়ের জায়গায় কঠোর প্রোটোকল দিয়ে পুনরায় খোলার অনুমতি দেওয়া উচিত।

প্রিমিয়ার পুনরায় উল্লেখ করেছেন যে, যদি খুব শীঘ্রই নিষেধাজ্ঞাগুলি উঠিয়ে নেয়াহয়, তাহলে ব্যবসাগুলি আবারও বন্ধ করতে বাধ্য হওয়ার আগে কয়েক সপ্তাহের জন্য কেবল খোলা থাকবে।

তিনি বলেন যে, তিনি আশা করেন যে বাসিন্দারা কোভিড-স্বাভাবিক ক্রিসমাস নিশ্চিত করতে প্রস্তাবিত রোডম্যাপের শর্তগুলি অনুসরণ করবেন।

আপনার ভাষায় করোনাভাইরাস আপডেট জানতে ক্লিক করুন sbs.com.au/coronavirus


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand