“আমরা মানবতাটাকে আসলে দেখবো বড় করে”: মোহাম্মদ ফয়সাল

Muslims answer the call to pray at Hagley Park, opposite the Al Noor Mosque, one of the mosques hit by a gunman, Christchurch, New Zealand.

Muslims answer the call to pray at Hagley Park, opposite the Al Noor Mosque. Source: SNPA

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চ দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। হামলার সময়ে মসজিদ আল নূর-এ অবস্থান করছিলেন মোহাম্মদ ফয়সাল। অল্পের জন্য বেঁচে যান তিনি। এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে তিনি তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলেন। এই নৃশংস হামলার পর নিউ জিল্যান্ডের সরকার ও স্থানীয় জনগণের আন্তরিক সাহায্য ও ইতিবাচক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।


ক্রাইস্টচার্চের মসজিদে আল নূরে নিয়মিত জুম্মার নামাজ পড়তে যেতেন মোহাম্মদ ফয়সাল। এটি তার কর্মস্থল থেকে প্রায় পাঁচ মিনিটের ড্রাইভিং দূরত্বে অবস্থিত। ১৫ মার্চ শুক্রবারও তিনি যথারীতি জুম্মার নামাজ পড়তে যান। সাধারণত তিনি নামাজের ১০-১৫ মিনিট আগে যান। সেদিন তিনি একটু আগে-ভাগেই চলে যান।

তিনি বলেন, “সেদিন আমি আধা-ঘণ্টা আগে যাই।”

মসজিদ কমপ্লেক্সের ভেতরে তিনি গাড়ি পার্ক করেন। তিনি সাধারণত তার কর্মক্ষেত্রের এবং ব্যক্তিগত উভয় মোবাইল ফোনই গাড়িতে রেখে যান। সেদিন তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন সেটটি সঙ্গে করে মসজিদে নিয়ে যান।

Md Faysal
Md Faysal Source: Supplied

মসজিদে প্রবেশের পর তিনি ওযুখানায় যান ওযু করতে। তখনই তিনি বিকট একটি শব্দ শোনেন। তিনি ভেবেছিলেন কোথাও বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু, বার বার একই রকম শব্দ শোনার পর তিনি অনুধাবন করেন যে, এগুলো বন্দুকের গুলির শব্দ।

এর পর তিনি নিউ জিল্যান্ডের ইমার্জেন্সি সার্ভিসে ফোন করেন।

নিউ জিল্যান্ডে মসজিদে হামলার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফয়সালের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now