Bangladesh Prime Minister’s relative 8 year old Jayan Chowdhury killed in the bomb attacks in Sri Lanka

Jayan Chowdhury the 8 year old relative of Bangladesh’s Prime Minister Sheikh Hasina, was killed in the devastating suicide bomb attacks in Sri Lanka. Jayan was having breakfast with his father Moshiul Haque Chowdhury Prince at a restaurant in Colombo that came under attack. Jayan’s father who was seriously injured in the attack is reported to be alive. Jayan’s younger brother Zohan Chowdhury and his mother Seikh Amina Sultana Sonia were in the same hotel room when the blast happened. The Moshiul family were on a holiday in Sri lanka during the devastating attacks.Ruling Bangladesh Awami League Presidium Member Sheikh Fazlul Karim Selim (cousin of Bangladesh’s Prime Minister) grandson is Zayan Chowdhary who was initially reported missing after bombings in Sri Lanka, but later found to be dead.

Bangladesh PM with Jayan

Bangladesh PM with Jayan Source: newsnation.in

Jayan Chowdhury
Jayan Chowdhury Source: newsnation.in
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে এ পর্যন্ত মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ৩২১ জনে। আহতদের মধ্যেে আরো কয়েকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।  রোববারের ওই হামলায় আহত হয়েছে প্রায় পাঁচশ জন। সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ জন। নিহতদের মধ্যে রয়েছে ৪৫ জন শিশু।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি ৮ বছর বয়েসী  জায়ান চৌধুরী রয়েছে নিহতদের তালিকায়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর  সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী  ঘটনার দিন থেকে  নিখোঁজ ছিল পরে তার মরদেহ পাওয়া যায়। জায়ানের লাশ আজ বাংলাদেশে নেয়া হচ্ছে। বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে শিশু জায়ানের দাফন সম্পন্ন হবে।এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মঙ্গলবার সন্ধ্যায় ব্রুনেই দারুসসালামে তিন দিনের সরকারি সফর শেষে  দেশে  পৌঁছান। এ সময় গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নাতি জায়ান চৌধুরীর অকাল মৃত্যুতে শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন।
jayan with Mum and Dad
jayan with Mum and Dad Source: banglanews24.com
অন্যদিকে  শ্রীলঙ্কার বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা  ও  শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী কলম্বোর একটি  হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে।মশিউল হক চৌধুরীর কিডনি ও লিভারে স্পি¬ন্টার রয়েছে। তিনি এখন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।  দুই সপ্তাহের আগে তাঁকে সেখান থেকে স্থানান্তর করা যাবে না বলে পারিবারিক সূত্রে জানা যায়।গত রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় শেখ সেলিমের দৌহিত্র জায়ান মারা যায়। ওই ঘটনায় জায়ানের বাবা মশিউল হক চৌধুরী বেঁচে গেলেও তার দুই পায়ে মারাত্মক জখম হয়েছে ।


Share
2 min read

Published

Updated

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand