Latest

বাংলাদেশে সরকার পরিবর্তনের বর্ষপূর্তিতে সিডনিতে “৩৬ জুলাই” উদযাপিত

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সন্ধ্যায় সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্যারী পার্কের এ.এন.এস.সি. হলে ২০২৪-এর “জুলাই অভ্যুত্থানে” নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয় “রক্তাক্ত জুলাই ভুলি নাই”।

July 1.jpeg

বাংলাদেশে ২০২৪-এর “জুলাই অভ্যুত্থানে” নিহতদের স্মরণে সিডনির লাকেম্বায় গত ১০ আগস্ট ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয় “রক্তাক্ত জুলাই ভুলি নাই”। এর আয়োজনে ছিল ‘জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’। Source: Supplied / July Solidarity Australia

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পাওয়া একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটিতে ছিল সাংস্কৃতিক পর্ব ও অভ্যুত্থান সম্পর্কিত আলোচনা।

অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন ও মাওলানা ফেরদৌস আলমের পবিত্র কুরআন থেকে তিলাওয়াত-এর মধ্য দিয়ে। 

সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় “কালো মেয়ের জন্য পঙ্‌ক্তিমালা” কবিতা আবৃত্তি করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার সদস্য মুকুল খান। তারপর ছিল জুলাই আর্কাইভ নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও সমবেত কণ্ঠে জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় সঙ্গীত পরিবেশন।
July 3.jpeg
শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভ্যুত্থান সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে ইস্যু করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে। Source: Supplied / July Solidarity Australia
এছাড়া, বিশেষ কবিতা আবৃত্তি করেন আসিফ ইকবাল “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না” এবং শামসুল সরকার রতন “একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার”। 

আরও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর, “বাংলাদেশের ইতিহাস ও জুলাই" শীর্ষক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। 

প্রধান অতিথি আন্তর্জাতিক হিউম্যান রাইটস ল’ইয়ার জাকি ওমর অভ্যুত্থানে স্বাধিকার-এর বয়ান নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন ও চব্বিশের জুলাই-এ মানবাধিকার লঙ্ঘন এবং এর প্রতিরোধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার এবং সহকর্মীদের সক্রিয় উদ্যোগের কথা স্মরণ করেন। 

অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন ক্যাম্পবেলটাউন সিটির সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর মাসুদ খলিল, বিশিষ্ট সোশ্যাল ডকুমেন্টারিয়ান ও মাল্টিমিডিয়া আর্টিস্ট বেলিন্ডা মেসন, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস, সেভ বাংলাদেশ-এর প্রতিনিধি ড. মোহাম্মদ ইউসুফ এবং “জুলাই যোদ্ধাদের” নেতৃত্বের পক্ষ থেকে অনলাইনে এনসিপি-র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতাশাম হক এবং আপ বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিতদের স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা অস্ট্রেলিয়ার সদস্য মোশতাক আহমেদ। 
July 2.jpeg
জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সন্ধ্যায় সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্যারী পার্কের এ.এন.এস.সি. হলে ২০২৪-এর “জুলাই অভ্যুত্থানে” নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয় “রক্তাক্ত জুলাই ভুলি নাই”। Source: Supplied / July Solidarity Australia
এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিশু রহমান ও মো: ফাহাদ হক। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন সৈয়দ আল মামুন, আসলাম আহমেদ, তানভীর হাসান, সায়েমা শারমিন, ফাবিহা অবন্তী, রায়হান হোসাইন, সাদ্দাম রশীদ, আসিফ খান, আবুল হুসাইন জিয়া, আরিফ ইসলাম, রাফসান, আশিক ইকবাল, নিহাল হুসাইন, জায়েদ মুনতাসির, নাজমুস সাকিব, আবু রায়হান তালহা, কাজি ওয়াসিফ, আব্দুর রহমান জামি, ময়নুল ইসলাম ফাহিম, সাইফুল ইসলাম মেরাজ, শেখ শাহ পরান, নাজমুস সালেহ নাহিদ, ইউসুফ আমিন শুভ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share

Published

Updated

By SBS Bangla
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand