জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পাওয়া একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটিতে ছিল সাংস্কৃতিক পর্ব ও অভ্যুত্থান সম্পর্কিত আলোচনা।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন ও মাওলানা ফেরদৌস আলমের পবিত্র কুরআন থেকে তিলাওয়াত-এর মধ্য দিয়ে।
সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় “কালো মেয়ের জন্য পঙ্ক্তিমালা” কবিতা আবৃত্তি করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার সদস্য মুকুল খান। তারপর ছিল জুলাই আর্কাইভ নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও সমবেত কণ্ঠে জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় সঙ্গীত পরিবেশন।

শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভ্যুত্থান সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে ইস্যু করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে। Source: Supplied / July Solidarity Australia
আরও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর, “বাংলাদেশের ইতিহাস ও জুলাই" শীর্ষক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
প্রধান অতিথি আন্তর্জাতিক হিউম্যান রাইটস ল’ইয়ার জাকি ওমর অভ্যুত্থানে স্বাধিকার-এর বয়ান নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন ও চব্বিশের জুলাই-এ মানবাধিকার লঙ্ঘন এবং এর প্রতিরোধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার এবং সহকর্মীদের সক্রিয় উদ্যোগের কথা স্মরণ করেন।
অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন ক্যাম্পবেলটাউন সিটির সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর মাসুদ খলিল, বিশিষ্ট সোশ্যাল ডকুমেন্টারিয়ান ও মাল্টিমিডিয়া আর্টিস্ট বেলিন্ডা মেসন, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস, সেভ বাংলাদেশ-এর প্রতিনিধি ড. মোহাম্মদ ইউসুফ এবং “জুলাই যোদ্ধাদের” নেতৃত্বের পক্ষ থেকে অনলাইনে এনসিপি-র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতাশাম হক এবং আপ বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিতদের স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা অস্ট্রেলিয়ার সদস্য মোশতাক আহমেদ।

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সন্ধ্যায় সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্যারী পার্কের এ.এন.এস.সি. হলে ২০২৪-এর “জুলাই অভ্যুত্থানে” নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয় “রক্তাক্ত জুলাই ভুলি নাই”। Source: Supplied / July Solidarity Australia
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।