গুরুত্বপূর্ণ দিক
- ইন্ডিজেনাস ভয়েস টু পার্লামেন্টের গণভোটে 'না' ভোট জয়ী হয়েছে।
- ছয়টি স্টেট এবং নর্দার্ন টেরিটরির সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'না' ভোট দিয়েছে, অন্যদিকে এসিটি 'হ্যাঁ' ভোট দিয়েছে।
- প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ানরা সংবিধানে সংসদে ইন্ডিজেনাস ভয়েস অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
শনিবার ঐতিহাসিক গণভোটে ছয়টি স্টেট এবং নর্দার্ন টেরিটরির সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'না' ভোট দিয়েছে।
সামগ্রিকভাবে জাতীয় গণনায়ও 'না' ভোট এগিয়ে রয়েছে।
সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'হ্যাঁ' ভোট রেকর্ড করেছে শুধুমাত্র এসিটিতে।
হতাশ প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি তার প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন যে এই ফলাফল "আমাদের সংজ্ঞায়িত করে না এবং এটি আমাদের বিভক্ত করবে না"।
"এখন আমাদের সকলের উপর নির্ভর করে ঐক্যবদ্ধ থাকা এবং একই গন্তব্যের জন্য একটি ভিন্ন উপায় খুঁজে বের করা।"

বিরোধীদলীয় নেতা পিটার ডাটনও দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গণভোটকে এমন একটি অনুশীলন হিসাবে চিহ্নিত করেছেন যা অস্ট্রেলিয়ার "প্রয়োজন ছিল না"।
"(ভয়েসের জন্য গণভোটের) প্রস্তাব এবং প্রক্রিয়াটি অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ করার জন্য সৃষ্টি দেয়া উচিত ছিল, আমাদের বিভক্ত করার জন্য নয়," তিনি বলেন।

এদিকে কিছু আদিবাসী অস্ট্রেলিয়ান ভোটের ফলাফলের পরে "সপ্তাহব্যাপী নীরবতা" পালন করবেন, অন্যরা ইতিমধ্যেই পরবর্তীতে কী হবে তা ভাবছেন।
আদিবাসী অস্ট্রেলিয়ান মন্ত্রী এবং ভয়েসের 'ইয়েস' অ্যাডভোকেট লিন্ডা বার্নি বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভোটের পরে আদিবাসী নেতাদের একটি নতুন প্রজন্মের আবির্ভাব হবে।
ভয়েসের বিশিষ্ট 'না' প্রচারক নিয়ংগাই ওয়ারেন মুন্ডাইন বলেছেন যে ফলাফলটি ইঙ্গিত দেয় যে অস্ট্রেলিয়ানরা আদিবাসী সম্প্রদায়ের সমস্যাগুলির বিষয়ে "কাজ করতে চায়"।
"কোন কোন আদিবাসী সম্প্রদায়ের প্রতি সহিংসতা, দুর্ব্যবহার, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ এবং ধ্বংসাত্মক আচরণের প্রতি মানুষের উদাসীন থাকা বন্ধ করা উচিত," তিনি বলেন।
২০২৩ সালের ইন্ডিজিনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোট সম্পর্কে আরো জানুন এসবিএস নেটওয়ার্ক থেকে, সেইসাথে এনআইটিভির মাধ্যমে ফার্স্ট নেশন্স পরিপ্রেক্ষিত থেকেও জানতে পারেন।
এসবিএস ভয়েস রেফারেন্ডাম পোর্টাল থেকে আর্টিক্যাল, ভিডিও এবং পডকাস্ট শুনুন ৬০টিরও বেশি ভাষায়, অথবা এসবিএস অন ডিমান্ড-এ ভয়েস রেফারেন্ডাম হাব থেকে দেখুন সর্বশেষ খবর এবং বিশ্লেষণ, ডকুমেন্টারি এবং বিনোদনমূলক অনুষ্ঠান।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







