- ডাবল ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের জন্য আজ ২১ ফেব্রুয়ারি, সোমবার থেকে আবারও সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। ৭০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আজ ২১ ফেব্রুয়ারি, সোমবার থেকে বিধিনিষেধগুলো পরিমার্জন করা হচ্ছে। বেশিরভাগ রিজিওন বা অঞ্চলে ঘরোয়া ও ব্যক্তিগত (সর্বোচ্চ ৩০ জন) এবং বাইরে (সর্বোচ্চ ২০০ জন) জন-সমাবেশের নিয়ম পুনরায় বলবৎ করা হচ্ছে।
- ২ বর্গমিটারের নিয়ম আবারও চালু করা হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বেশিরভাগ রিজিওনে, হসপিটালিটি, ফিটনেস, এন্টারটেইনমেন্ট ও কালচারাল ভেন্যুগুলোতে এবং উপাসনালয়, হেয়ারড্রেসার, বিউটি সার্ভিস ও নাইটক্লাবগুলোতে।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় হাসপাতালে রোগীদের ক্ষেত্রে, ডিজেবিলিটি ও এজড কেয়ার সেন্টারগুলোতে দৈনিক মাত্র চার জন দর্শনার্থীর অনুমতি থাকবে।
- পুরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জুড়ে ইনডোরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হচ্ছে।
- হসপিটালিটি ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে সহায়তা করার জন্য ভিক্টোরিয়া ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা-প্রণোদনা দিচ্ছে। রাজ্যটির ইন্ডাস্ট্রি সাপোর্ট অ্যান্ড রিকভারি মিনিস্টার মার্টিন পাকুলা বলেন, করোনাভাইরাসের ওমিক্রন ওয়েভের কারণে ব্যবসাগুলো কঠিন সংগ্রামে পতিত হয়েছে।
- ভিক্টোরিয়ায় ডাইনিং ভেন্যুগুলোতে ২৫ শতাংশের একটি রিবেট প্রদান করা হবে। ৪০ থেকে ৫০০ ডলারের বিলগুলোতে এটি প্রযোজ্য হবে। এন্টারটেইনমেন্ট ভেন্যু এবং ভ্রমণের ক্ষেত্রেও ভাউচার প্রদান করা হবে। এক্ষেত্রে নিবন্ধনের জন্য সিনিয়রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
- রানি দ্বিতীয় এলিজাবেথের কোভিড-১৯ সংক্রমণ সনাক্ত হয়েছে। বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে বলা হচ্ছে, তার মাঝে মৃদু সর্দির লক্ষণ দেখা দিয়েছে। উইন্ডসর বাসভবনে তিনি তার হালকা কাজগুলো সম্পাদন করবেন।
- কুইন্সল্যান্ডের হেলথ মিনিস্টার ইভেট ডাথ বলেন, এ মাসের শেষ পর্যন্ত রাজ্য জুড়ে ইলেক্টিভ সার্জারির ওপরে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
কোভিড-১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১,২৮৮ জন। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ৭৪ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন এবং নতুন সনাক্ত হয়েছে ৪,৯১৬ জন।
- ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৬১ জন। এদের মধ্যে আই-সি-ইউ-তে আছেন ৪৯ জন এবং ভেন্টিলেটরে আছেন ১১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ৫,৬১১ জন।
- কুইন্সল্যান্ডে কোভিডে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৪ জন। আর, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৭ জন। আর, ইনটেনসিভ কেয়ারে আছেন ৩৭ জন। সেখানে নতুন কেস সনাক্ত হয়েছে ৪,১১৪ টি এবং আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
- টাসম্যানিয়ায় সনাক্ত করা হয়েছে ৫৬৯ টি নতুন কেস। সেখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। এদের মধ্যে আই-সি-ইউতে আছেন ২ জন। সর্বশেষ রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে বিগত একদিনে সেখানে কেউ মারা যায় নি।
- এসিটি-তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৭ জন কোভিড রোগী। ইনটেনসিভ কেয়ারে আছেন এক জন। নতুন কেস সনাক্ত হয়েছে ৪৫৮ টি এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নতুন কেস সনাক্ত হয়েছে ২২৪ টি।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: check what your options are
আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: COVID-19 jargon in your language
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
