Latest

ফারাক্কা! ফের বন্যার আশঙ্কা বাংলাদেশে

বাংলাদেশে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে ওঠার আগেই বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের তরফে অভিযোগ করা হয়েছে।

At least 23 dead, five million affected in Bangladesh floods

epa11565828 Women wade through floodwater at a flood-affected area in Burichong, Comilla district, Bangladesh, 26 August 2024. According to the Disaster Management and Relief Ministry, at least 23 people have died and over five million have been affected by the floods triggered by heavy rain in Bangladesh. EPA/MONIRUL ALAM Source: EPA / MONIRUL ALAM/EPA

ফারাক্কা বাঁধের গেটগুলো সোমবার খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এতে বাংলাদেশে ঢুকবে একদিনে ১১ লাখ কিউসেক জল। অভিযোগ, ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে।

এদিকে, ভারতের যুক্তি, ফারাক্কা বাঁধ প্রকল্পের জলে ডেঞ্জার লেভেল পার করায় দৈনন্দিন জল ছাড়া হচ্ছে। বিহার থেকে জল ছেড়ে আসার কারণেই জল ছাড়তে বাধ্য হচ্ছে ফারাক্কা বাঁধ প্রকল্প কর্তৃপক্ষ। যদিও বাকি সময়ে আপস্ট্রিমে (উজানে) জল যেমন থাকে সেই অনুযায়ী জল ছাড়া হয় ডাউনস্ট্রিমে (ভাটিতে)। ভারতের যুক্তি, বর্তমানে ফারাক্কা বাঁধ প্রকল্পের থেকে জল ছাড়ার কারণে যেমন বাংলাদেশ প্লাবিত হচ্ছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সামশেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় ভাঙন চলছে। গঙ্গার জলস্তর বৃদ্ধি হতেই ১১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।

ভারতের দিকে খবর, ফারাক্কা বাঁধ প্রকল্প সুত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি হতেই সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। যে পরিমাণ জল আসছে সেই পরিমাণ জল ছাড়া হয়েছে। ইতোমধ্যেই ৭৭.৩৪ ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে।

তবে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণেই বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলেই দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, যে হারে বৃষ্টি এখনো চলছে এখনো পাহাড়ি জল নামে নি। সেই জন্য ফেরার ক্যানালে জল কম রাখা হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ অ্যালার্ট রয়েছে, সবসময় নজর রেখেছে ফারাক্কার গঙ্গার উপরে। ফারাক্কা ব্যারেজের ১০৯টা গেট খুলে না দিলে ব্রিজের ক্ষতি হতো এবং অনেক ডুবে যেত জলে, যার ফলে তাদের ফারাক্কা ব্রিজের উপরে প্রচণ্ড চাপ পড়তো।

এই মুহূর্তে ১০৯টা গেট না খুলে দিলে ব্রিজের বড়সড়ো ক্ষতি হতো বলে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে। তিনি আরো বলেছেন, আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে।

এদিকে সোমবার ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে জলের চাপ পড়েছে।

Share

Published

By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand