গত শনিবার (৪ অক্টোবর) সেন্ট কিল্ডা টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সাড়ে তিনশ’রও বেশি অতিথি, যার মধ্যে প্রায় দেড়শ প্রাক্তন আইইউটিয়ান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইইউটির সাবেক ও দীর্ঘদিনের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফজলে এলাহি। তাঁর উপস্থিতি আয়োজনটির মর্যাদা আরও বৃদ্ধি করে।
আইইউটির ঐতিহ্য অনুসারে আইইউটির ক্যাম্পাসে প্রতি বছর বিদায়ী ব্যাচ তাদের জুনিয়রদের জন্য গরুর মাংস দিয়ে ভোজের আয়োজন করে থাকে, যা ধীরে ধীরে আবেগঘন বিদায়ী উৎসবে রূপ নেয়।
বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা সেই ঐতিহ্য ধরে রাখছেন নিজেদের মতো করে।
ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে নিয়মিতভাবে এই মিলনমেলা আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানটি প্রতিবছর ভিন্ন ভিন্ন স্টেটে অনুষ্ঠিত হয়।
গত বছর ছিল এডিলেডে, এ বছর মেলবোর্নে, আর ২০২৬ সালের আয়োজক সিটি নির্ধারিত হয়েছে সিডনি।
দিনের অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত ও স্থানীয় অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। এরপর শিশুদের পরিবেশনায় নাচ ও গান দর্শকদের মন জয় করে নেয়।
মেলবোর্নের সংগীতশিল্পী রেজওয়ানা মৌলি পরিবেশন করেন একক সঙ্গীত, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিভিন্ন দেশের প্রাক্তন শিক্ষার্থীদের পাঠানো শুভেচ্ছাবার্তা ও প্রধান অতিথির বক্তব্যের পর মঞ্চে শুরু হয় নাটক, নাচ, গান ও আবৃত্তির পরিবেশনা।
প্রতিটি পরিবেশনা ছিল সম্পূর্ণ নিজস্ব এবং আইইউটির ঐতিহ্য ও স্মৃতিকে ঘিরে সাজানো। মূল থিম ছিল ক্যাম্পাস জীবনের নস্টালজা এবং প্রবাস জীবনের চ্যালেঞ্জের গল্প।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অস্ট্রেলিয়ান আইইউটিয়ানদের নিজস্ব ব্যান্ডের পরিবেশনায় ‘অ্যাকুইস্টিক নাইট’ দিয়ে, যা উপস্থিত সবাইকে এক উষ্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়।
আয়োজকরা বলেন, সার্বিকভাবে মেলবোর্নের এই আয়োজনটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাই নয়, বরং প্রবাসে থেকেও আইইউটির চেতনা, ঐক্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছে।
- প্রেস বিজ্ঞপ্তি।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।