হাইলাইটস:
- এই ভিসার তিনটি ধারা রয়েছে: স্বল্প-মেয়াদী, মধ্য-মেয়াদী এবং লেবার এগ্রিমেন্ট বা শ্রম-চুক্তি ধারা।
- অনুমোদিত বিজনেস স্পন্সরের জন্য এই ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আনুমানিক পাঁচ দিন সময় লাগে।
- এই ভিসার জন্য বাধ্যতামূলকভাবে কর্ম-অভিজ্ঞতা থাকার শর্ত রয়েছে।
টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা (সাবক্লাস ৪৮২) এর মাধ্যমে বিদেশী কর্মীরা অস্ট্রেলিয়ায় কাজ করতে আসতে পারেন। যে-সব কাজের জন্য যথোপযুক্ত অস্ট্রেলিয়ান কর্মী পাওয়া যায় না, মূলত সে-সব কাজের জন্যই এই ভিসার মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনা যায়।
এজে লিগ্যাল অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্ট ও প্রিন্সিপাল সলিসিটর জুডিট অ্যাশবেকজ বলেন, বিদেশ থেকে কোনো কর্মীকে স্পন্সর করার ক্ষেত্রে তিনটি পর্যায় বা ধাপ রয়েছে।

অস্ট্রেলিয়ান মাইগ্রেশন এবং এমপ্লয়মেন্ট আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বর্তমানে পরিচালিত বিজনেসগুলোর ভাল পূর্ব-ইতিহাস থাকলে তারা স্টান্ডার্ড বিজনেস স্পন্সরশিপের জন্য আবেদন করতে পারবে।
এই স্পন্সরশিপ আবেদনের ফি হচ্ছে ৪২০ ডলার। অনুমোদন হওয়ার দিন থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত এর মেয়াদ।
অতিরিক্ত ফি পরিশোধ না করেই অনুমোদিত স্পন্সর হতে পারে কোনো বিজনেস। আর, এভাবে তাদের টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা প্রক্রিয়াকরণের সময়কাল আনুমানিক পাঁচ দিনে নামিয়ে আনতে পারে।
বিদেশী কর্মীকে স্পন্সরের দ্বিতীয় ধাপ হলো নমিনেশন।
অস্ট্রেলিয়ার স্থানীয় কর্মীদেরকে কাজে লাগানোর কিংবা এক্ষেত্রে প্রচেষ্টা চালানোর শক্তিশালী রেকর্ড দেখতে চাইতে পারে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন।
অতএব, নিয়োগদাতা প্রতিষ্ঠানকে তাই নিয়োগ করতে চাওয়া পদের বিপরীতে দেশ জুড়ে প্রচারিত দু’টি গণমাধ্যমে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। এরপরও যদি স্থানীয়ভাবে তারা কাউকে নিয়োগ দানের জন্য খুঁজে না পান, সেক্ষেত্রে তারা যথোপযুক্ত বিদেশী কর্মীর জন্য চেষ্টা করতে পারবেন।

মিজ অ্যাশবেকজ বলেন, তৃতীয় ও সর্বশেষ ধাপ হলো বিদেশী দক্ষ কর্মী যখন তার ভিসার জন্য আবেদন করেন।
তিনি জোর দেন যে, ভিসা-আবেদন জমা দেওয়ার আগেই নিয়োগদাতা প্রতিষ্ঠানকে অবশ্যই স্পন্সরশিপ অনুমোদন লাভ করতে হবে এবং বিদেশী দক্ষ কর্মীর জন্য নমিনেশন আবেদনের অনুমোদনও লাভ করতে হবে।
ভিসার শর্ত অনুসারে আবেদনকারীদের ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং স্বাস্থ্য ও চরিত্রগত শর্তসমূহও পূরণ করতে হবে। এছাড়া, তাদের পেশার বিপরীতে দক্ষতার মূল্যায়নও করাতে হবে।
তাদেরকে অবশ্যই মনোনীত পেশায় কিংবা তার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। এক্ষেত্রে ক্যাজুয়াল ওয়ার্ক বিবেচনা করা হবে না। তবে, সমতুল্য খণ্ডকালীন কাজ বিবেচনা করা হতে পারে।

টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার তিনটি ধারা রয়েছে: স্বল্প-মেয়াদী, মধ্য-মেয়াদী এবং শ্রম-চুক্তি ধারা।
শর্ট-টার্ম স্ট্রিম বা স্বল্প-মেয়াদী ধারা
শর্ট-টার্ম অকুপেশন লিস্ট-এ যে-সব পেশা সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর জন্য এই স্বল্প-মেয়াদী ধারা।
এই ধারার মাধ্যমে ভিসা-আবেদনগুলো প্রক্রিয়াকরণে সাধারণত ৫০ দিন সময় নেয় ডিপার্টমেন্ট। এর জন্য সর্বনিম্ন খরচ হয় ১,২৬৫ ডলার।
স্বল্প-মেয়াদী ধারায়, যদি না ইন্টারন্যাশনাল ট্রেড অবলিগেশন্স প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বিদেশী কর্মীরা অস্ট্রেলিয়ায় দুই বছর পর্যন্ত সময়ের জন্য কাজ করতে পারেন। এই ভিসার মাধ্যমে স্থায়ী অভিবাসন লাভ করার কোনো পথ নেই। আর, এটি মাত্র একবার নবায়ন করা যায়।
মিডিয়াম-টার্ম স্ট্রিম বা মধ্য-মেয়াদী ধারা
এই ধারায় আবেদনের জন্য বিদেশী কর্মীদেরকে অবশ্যই মিডিয়াম অ্যান্ড লং-টার্ম স্ট্রাটেজিক স্কিল লিস্ট-এর অন্তর্ভুক্ত কোনো পেশার জন্য স্পন্সর পেতে হবে।
এই ভিসা-আবেদনের জন্য সর্বনিম্ন খরচ হয় ২,৬৪৫ ডলার। আর, এর সিদ্ধান্ত পেতে সময় লাগে প্রায় ৬০ দিন।
এই ধারার অধীনে বিদেশী কর্মীরা চার বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে পারেন। আর, যদি তারা কখনও উপযুক্ততা লাভ করেন, তখন তারা স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করতে পারেন।
লেবার এগ্রিমেন্ট স্ট্রিম বা শ্রম-চুক্তি ধারা
যে-সব শিল্প-খাতে দক্ষ কর্মীর অভাব রয়েছে সে-সব শিল্প-খাতের নিয়োগদাতাদের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের চুক্তিই হলো লেবার এগ্রিমেন্ট বা শ্রম-চুক্তি।
বর্তমানে যে-সব খাতে শ্রম-চুক্তি রয়েছে সেগুলো হলো, ডেইরি, ফিশিং, মিট, মিনিস্টার অফ রিলিজিয়ন, অন-হায়ার, পর্ক, রেস্টুরেন্ট (ফাইন ডাইনিং), অ্যাডভার্টাইজিং এবং হর্টিকালচার।
এই ভিসার জন্য সর্বনিম্ন খরচ হয় ২,৬৪৫ ডলার। শ্রম-চুক্তির শর্ত অনুসারে, এর অধীনে সর্বোচ্চ চার বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকা যায়।
এই তিনটি ধারাতেই মূল আবেদনকারী তার পরিবারের সদস্যদেরকে ভিসা-আবেদনের অন্তর্ভুক্ত করতে পারেন। তাদেরকেও অবশ্যই স্বাস্থ্য এবং চরিত্রগত শর্ত পূরণ করতে হবে। পরিবারের সদস্যদের জন্য অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য-বীমার ব্যবস্থা করতে হবে। কারণ, অস্ট্রেলিয়ায় তাদের চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় ব্যয় তাদেরকেই বহন করতে হবে।
স্কিলড অকুপেশন লিস্ট দেখুন এখানে।
সাধারণ অনুসন্ধানের জন্য ভিজিট করুন সরকারের ওয়েবসাইট।
Follow SBS Bangla on FACEBOOK.
