পাঠক আছে কিন্তু বই নেই! এই অনুধাবন থেকেই ২০১৫ সালে যাত্রা শুরু করে ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরি। বর্তমানে এই লাইব্রেরির সক্রিয় পাঠক সংখ্যা দু'শ জন। মেলবোর্ন প্রবাসীদের সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের একটি উদ্যোগ এই মোবাইল লাইব্রেরি।
"ভালো লাগে যে, অনেক বাচ্চারাই এই লাইব্রেরির সক্রিয় সদস্য," বললেন হাসিনা চৌধুরী মিতা। "বাবা-মা তাদের ছেলেমেয়েকে বাংলা গল্পটা পড়ানোর জন্য আমাদের সদস্য হচ্ছেন।"

মাত্র ১০ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে এক বছরের জন্য মোবাইল লাইব্রেরির সদস্য হতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা। বিনিময়ে পাবেন প্রায় পাঁচশ বই পড়ার সুযোগ। কিনতে পারবেন পছন্দের লেখকের বই।
"মেলবোর্ন প্রবাসী প্রতিটি বাংলাদেশীর হাতে একটা ভালো বই তুলে দেয়াই আমাদের লক্ষ্য," বললেন হাসিনা চৌধুরী মিতা।

গত তিন বছরে মেলবোর্নের প্রতিটি বইমেলা আর কমিউনিটি অনুষ্ঠানে অংশ নিয়েছে মোবাইল লাইব্রেরি। পেয়েছে প্রশংসনীয় সাড়া।







