১৯৯৯ সালে গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বের বড় কোনো সমস্যা সমাধানে খুব কার্যকর কিছু করতে না পারলেও জি২০ জোট ও সম্মেলন গুরুত্ব বহন করে বলে বিশ্লেষকরা মনে করেন।
চীনা প্রেসিডেন্ট শি চিনপিং আসবেন না এই সম্মেলনে যোগ দিতে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই জানিয়ে দিয়েছিলেন তিনিও আসতে পারবেন না। তবে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে অতিথি রাষ্ট্র বাংলাদেশ দুই দিনের এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। শুক্রবার নয়াদিল্লি গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করেছেন তিনি। নরেন্দ্র মোদির সরকারি বাসভবনেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেবেন। পাশাপাশি ভারত, সৌদি আরব, আর্জেন্টিনা, আরব আমিরাত এবং কানাডার শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।
জি২০ সম্মেলন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
তাঁদের বিশ্লেষণসহ বিশেষ প্রতিবেদনটি শুনতে উপরের লিংকে ক্লিক করুন।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।










