আজকের শীর্ষ খবর:
- ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা ও সেলিব্রিটি শেফ হোসে আন্দ্রেস মঙ্গলবার গাজায় নিহত এক অস্ট্রেলীয়সহ সাত ত্রাণকর্মীকে ইসরায়েল টার্গেট করেছিলো বলে অভিযোগ করেছেন।
- তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত ও এক হাজারের বেশি আহত হওয়ার ঘটনার পর দেশটিতে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
- প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি আজ ৪ এপ্রিল ন্যাশনাল স্মল বিজনেস সামিট শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
- আটলান্টিক জোট চুক্তি স্বাক্ষরের ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্যে ব্রাসেলসে ন্যাটো সমর্থিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ একত্রিত হচ্ছেন।
- সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ছয় সিরীয় নাগরিকসহ ১৩ জন নিহত হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে।
- পারিবারিক সহিংসতা বন্ধে অস্ট্রেলিয়ার পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক বর্ষসেরা অস্ট্রেলিয়ান নারী রোজি ব্যাটি।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।







