আজকের শীর্ষ খবর:
- প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলিতে পণ্যের দাম কমানোর জন্যে সব পর্যায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
- ভিক্টোরিয়া স্টেটের আবহাওয়া আজ বেশিরভাগ ক্ষেত্রেই শুষ্ক থাকবে তবে একই সাথে এখন মার্চিসন ও শেপার্টনে এবং আগামীতে এচুকা অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে।
- ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সংস্থা কোপারনিকাস-এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর।
- সাউথ অস্ট্রেলিয়ার ইয়ার পেনিনজুলায় একজন সার্ফরত ব্যক্তির পায়ে একটি হাঙরের কামড় দেয়ার ঘটনা ঘটেছে।
- মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিনকেন মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় তীব্র সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
- ফ্রান্স দেশটির সর্বকনিষ্ঠ এবং প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গ্যাব্রিয়েল আটালকে নিযুক্ত করেছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।






