দুর্যোগ মোকাবেলায় কুইন্সল্যান্ডের পর্যটন খাতের জন্যে ত্রাণ তহবিল ঘোষণা

TROPICAL CYCLONE JASPER

A supplied image obtained on Wednesday, December 13, 2023, shows fallen debris along Mossman Daintree Road in Queensland. People are bunkering down and authorities are on high alert as Tropical Cyclone Jasper is on the verge of crossing the Queensland coast as a category 2 system. (AAP Image/Supplied by myPolice Greater Cairns) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: MYPOLICE GREATER CAIRNS/PR IMAGE

কুইন্সল্যান্ড সরকার বলছে, রাজ্যের সুদূর উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধারের জন্য দুই বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করতে হবে। প্রিমিয়ার স্টিভেন মাইলস ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন, তিনি আশা করছেন যে এর মাধ্যমে পর্যটকদের আবার সেখানে ফিরিয়ে আনা যাবে এবং তার ফলে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।


কুইন্সল্যান্ডের সুদূর উত্তরের অধিবাসীরা এখনও সাইক্লোন জ্যাস্পার এর কারনে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ হিসেব করছেন।

কেপ ট্রাইবুলেশনে যাওয়ার রাস্তা - যেখানে রেইনফরেস্টটি গ্রেট ব্যারিয়ার রিফের সাথে মিলিত হয়েছে – সেটি এখনও বন্ধ রয়েছে এবং ডাইনট্রি এলাকার ফেরি পারাপার কেবল মাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য চালু রাখা হয়েছে।

জ্যাকি বিগস একটি স্বল্প-স্থায়ী আবাসন ব্যবস্থা পরিচালনা করেন।

তিনি বলেন, এই রাস্তা বন্ধ হয়ে থাকার ফলে স্থানীয় পর্যটন শিল্প খুব কঠিন সময় পার করছে।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস পাঁচ মিলিয়ন ডলারের একটি যৌথ স্টেট ও ফেডারেল তহবিল প্যাকেজ ঘোষণা করেছেন।

এটির মাধ্যমে কেয়ার্নস এবং পোর্ট ডগলাস অঞ্চলে পর্যটকদের ফিরে আসতে উৎসাহিত করার জন্য ফ্লাইট এবং আবাসনে মূল্যছাড়ের ব্যবস্থা করা হবে।

স্টিভেন মাইলস বলেন, কুইন্সল্যান্ডের দুর্যোগ-পরবর্তী সংস্কারের সাথে সাথে পর্যটন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

ট্যুরিজম ট্রপিক্যাল নর্থ কুইন্সল্যান্ডের মার্ক ওলসেন বলেছেন যে তিনি এই তহবিল ঘোষণার সংবাদকে স্বাগত জানিয়েছেন।

কিন্তু এ খবর জ্যাকি বিগস-কে ততটা নিশ্চিত করতে পারেনি।

কুইন্সল্যান্ড সরকার বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা ভালোভাবেই অবগত রয়েছে।

ডেপুটি প্রিমিয়ার ক্যামেরন ডিক বলেছেন, দুর্যোগ-পরবর্তী পরিচ্ছন্নতা কর্মসূচী ও পুনর্নির্মাণের ব্যয় কমপক্ষে দুই বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানগুলি দুর্যোগের কারনে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিয়ে চিন্তিত, তবে রাজ্যের সাধারণ অধিবাসীরা ইতিমধ্যেই তাদের বাড়িঘর পরিচ্ছন্ন করার কাজে লেগে পড়েছেন।
রাজ্যজুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ১১ মিলিয়ন ডলারের সাহায্য পেয়েছেন।

ক্যামেরন ডিক বলেন, ধ্বংসযজ্ঞের পরিমাণ ব্যাপক।

গোল্ড কোস্টের মেয়র টম টেট বলেছেন, ২০টি শহরতলির প্রায় ৭০০টি রাস্তা পরিষ্কার করতে হয়েছে।

তিনি বলেন, আনুমানিক সাড়ে সাত লাখ ট্রাক পরিমাণ ধ্বংসাবশেষ রয়েছে, এবং ঝড়ের ফলে শহর জুড়ে সবুজ বর্জ্য যা রয়েছে, তা দিয়ে দুই মিটার উঁচু করে ৮০টি ফুটবল মাঠ ভরাট করা সম্ভব হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অব্যাহত থাকার মধ্যেই কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস উজাল উজাল নামক প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অবস্থা পরিদর্শনে গিয়েছেন। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এক পর্যায়ে বন্যার পানির কারনে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে এখানকার বাসিন্দাদের আকাশপথে সরিয়ে নিতে হয়েছিল।

গ্রেট ব্যারিয়ার রিফের বিশেষ দূত সিনেটর নিতা গ্রিন বলেছেন, সেখানকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

ক্রিসমাসের সময়ে কুইন্সল্যান্ডের আবহাওয়া এতটাই খারাপ ছিল যে এক পর্যায়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।

গোল্ড কোস্টে ক্রিসমাসের দিন থেকেই অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কারন সে-সময় এই অঞ্চলের উপর দিয়ে একটি টর্নেডো ঝড় বয়ে যায়।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ প্রায় শেষ হয়ে এসেছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand