গুরুত্বপূর্ণ দিকগুলো
- এসইএস স্বেচ্ছাসেবকরা কোন প্রবল ঝড় বা বন্যা হওয়ার আগে বাসিন্দাদের সতর্ক করে
- লোকজনকে অবশ্যই তাদের ঝুঁকির মাত্রা বুঝতে হবে, যাতে তারা দুর্যোগের সময় একটি জরুরি কৌশল তৈরি করতে পারে
- বিপদের মাত্রার উপর নির্ভর করে লোকজনকে এলাকা থেকে সরে যেতে হতে পারে
ঝড় এবং বন্যার আগে আপনি কীভাবে জানবেন যে এটি আসন্ন, এবং আপনার প্রস্তুতির জন্য কী করা উচিত? আপনি কার সাহায্য চাইতে পারেন? এবং এমন পরিস্থিতিতে আপনি কী বাড়িতে থেকে যাবেন, নাকি ছেড়ে যাবেন?
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বেশিরভাগ লোকজন তাদের স্থানীয় স্টেট ও টেরিটোরির জরুরি পরিষেবাগুলির উপর নির্ভর করে সহায়তার জন্য।
সাধারণত স্টেট এমার্জেন্সি সার্ভিসেস বা এসইএস নামে পরিচিত এই সংস্থাগুলি লোকজনকে তাদের ঝুঁকি কমাতে জরুরী অবস্থার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। বৃষ্টি থামার পরে এবং জল কমে যাওয়ার পরে তাদের সরিয়ে নেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মেরামতের কাজগুলিতেও সহায়তা করে।
প্রতিটি এসইএস তাদের উচ্চ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করে — এমনি একজন ক্রিস্টিনা সাবাতো, যিনি বহু বছর ধরে নিউ সাউথ ওয়েলসে স্বেচ্ছা সেবার কাজটি করছেন।
ক্রিস্টিনা বলছেন, আমরা বন্যা বা ঝড়ে সয়-সম্পত্তির বা কারো বাড়ির ছাদের ক্ষতি, গাছ উপড়ে যাওয়া, বা এ ধরণের বিষয়গুলো দেখাশোনা করি।
এসইএস স্বেচ্ছাসেবকরা এসময় কোন প্রবল ঝড় বা বন্যা হওয়ার আগে বাসিন্দাদের সতর্ক করে।
তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং বিকল্পগুলি সম্পর্কে জানায়। তারা বিপজ্জনক আইটেমগুলি অপসারণ করে বা জলের বাইরে রাখার জন্য অস্থায়ী দেয়াল তৈরি করার জন্য বালির ব্যাগ প্রস্তুত করে সম্পত্তি বা অবকাঠামো রক্ষা করতে সহায়তা করে থাকে।
ডরোথি ট্রান নিউ সাউথ ওয়েলস এসইএস-এর জন্য একজন কমিউনিটি ক্যাপাবিলিটি অফিসার।
তিনি বলেন, প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি। লোকজনকে অবশ্যই তাদের ঝুঁকির মাত্রা বুঝতে হবে, যাতে তারা দুর্যোগের সময় কী করবে তার বিবরণ দিয়ে একটি জরুরি (সুরক্ষা) কৌশল তৈরি করতে পারে।
জলপথের কাছাকাছি বসবাসকারী লোকেদের বন্যার ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বদা অবহিত থাকা উচিত। কমিউনিটির উচিৎ আবহাওয়া ব্যুরো বা এসইএস অ্যাপস, ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপ-টু-ডেট আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণ করা।
পানি ওঠার আগেই তাদের জরুরিভাবে পরিকল্পনা করে প্রস্তুত থাকতে হবে। যদি তাদের শিশু-সন্তান, পোষা প্রাণী বা গবাদি পশু থাকে, তাহলে তাদের জানা উচিত কিভাবে এবং কোথায় তারা নিরাপদ আশ্রয় পাবে।
বিপদের মাত্রার উপর নির্ভর করে তাদের এলাকা থেকে সরে যেতে হতে পারে। আবার বিকল্প চিন্তা হিসেবে এমনও হতে পারে যে তাদের সম্পত্তি রক্ষার জন্য তারা এলাকা ত্যাগ নাও করতে পারে।
মিজ ট্রান ব্যাখ্যা করে বলেন, যেভাবেই হোক, বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী লোকেদের আগে থেকেই বিবেচনা করতে হবে যে তাদের কী জিনিষ প্রয়োজন হবে এবং সেই সাথে একটি জরুরি প্যাক প্রস্তুত রাখতে হবে।
মিজ ট্রান জরুরী যোগাযোগের নম্বরগুলি হাতে রাখার পরামর্শও দেন, এবং সকলকে নিশ্চিত করতে বলেন যাতে অন্যরাও আপনার পরিকল্পনাগুলি আগে থেকেই জানেন।
প্যাক করার জন্য অন্যান্য প্রয়োজনীয় আইটেমগুলির মধ্যে থাকা উচিৎ ব্যাটারি, ফ্ল্যাশলাইট, মোমবাতি, রেইন গিয়ার, কম্বল এবং টয়লেট্রিজ বা প্রসাধন সামগ্রী।
এছাড়াও, একটি ফার্স্ট এইড কিট, এবং গুরুত্বপূর্ণ নথি-পত্র, যেমন পাসপোর্ট বা অন্যান্য ধরণের আইডি, ব্যাঙ্কিং বা বীমা তথ্য, সেইসাথে অন্যান্য মূল্যবান আইটেম, যেমন সম্পত্তির দলিল বা পারিবারিক ছবি।
যদিও এসইএস-এর শীর্ষ কর্মকর্তারা সুপারিশ করেন লোকজনকে এলাকা ত্যাগ করতে, কিন্তু কোন কোন বন্যাপ্রবণ এলাকার অভিজ্ঞ ব্যক্তিরা বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়।
নিকোল ওয়েসল সিডনির উপকণ্ঠে একটি ছোট শহরের ম্যাকডোনাল্ড নদীর নিচু অঞ্চলে থাকেন। তার দোতলা বাড়িটি দুই বছরে চারবার প্লাবিত হয়েছে।
বন্যার প্রস্তুতির জন্য তার পরিবারের তিন থেকে চার দিন সময় লাগে, তারা আবহাওয়া ব্যুরোর অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস নিরীক্ষণ করে এবং নদীর পানির স্তরের হিসাব রাখে।
এতে তারা জল ওঠার আগে তাদের প্রস্তুতির শুরু নিশ্চিত করে।

একটি প্রবল ঝড়ের আগে প্রস্তুতি নিতে আপনি কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন।
এর মধ্যে রয়েছে পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় এজন্য গাটার, নর্দমা এবং ড্রেন থেকে পাতা পরিষ্কার করা, প্রবল বাতাসে চারপাশে উড়ে যেতে পারে বা ভেসে যেতে পারে এমন কিছু বেঁধে রাখা বা জায়গাটা পরিষ্কার করা। ভাঙা বা যেসব জায়গায় টাইলস নেই সেগুলোসহ আপনার ছাদের যে কোনও ড্যামেজ থাকলে ঠিক করে ফেলুন।
যদি পরিবারকে সরিয়ে নিতে হয় এজন্য মিজ ওয়েসল লাইফজ্যাকেট এবং একটি ছোট নৌকা প্রস্তুত রাখেন।
তিনি তার বাড়ির ভিতরেও জলের স্তর লক্ষ রাখেন।

ওয়েসল বলেন, "আমরা সিঁড়ির যে জায়গা পর্যন্ত এর আগে জোয়ারের পানি উঠেছিল সেখানে দেওয়ালে একটি স্থায়ী মার্কার দিয়ে চিহ্নিত করি, এবং তারিখ ও সময় লিখে রাখি। এবং তারপর পরবর্তী জোয়ারে যখন পানি বেড়ে যায় তখন আবার এটি চিহ্নিত করব, এবং এই পদ্ধতি পানির উঠা নামা বুঝতে সাহায্য করে।"
বাইরের বিশ্বের সাথে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্যার সময় ল্যান্ডলাইন, মোবাইল ফোন এবং ইন্টারনেট না থাকলে কিছু লোক ওয়াকি-টকি ব্যবহার করে।

মিজ ওয়েসল এজন্য একটি ভিন্ন বিকল্প বেছে নিয়েছেন।
তিনি বলছেন, "আমরা আসলে আমাদের ইন্টারনেট সরবরাহ ব্যবস্থা স্যাটেলাইটে পরিবর্তন করেছি, তাই আমাদের কাছে সবসময় ফোন রিসেপশন থাকে, এটি খুবই প্রয়োজন। এখানে, একবার বিদ্যুৎ চলে গেলে কিছুই পাবেন না, তাই স্যাটেলাইট পরিষেবাগুলির সাথে জেনারেটরে প্লাগ ইন করুন, এবং এগুলো ভালো কাজে দেবে।"
এসইএস স্বেচ্ছাসেবী ক্রিস্টিনা সাবাতো গাছের নিচে, ড্রেনের কাছাকাছি বা ক্ষতির কারণ হতে পারে এমন কোন কিছুর পাশে গাড়ি পার্কিং না করার পরামর্শ দেন।
তিনি জোর দিয়ে বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য জীবন রক্ষাকারী পরামর্শ হল বন্যার পানিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা।

ঘোলা জলের নীচে ধ্বংসাবশেষ বা রাস্তার ক্ষয়-ক্ষতি ঢাকা পড়ে, এমনকি সিঙ্কহোলগুলোও। পানির নিচে বিপজ্জনক স্রোত থাকতে পারে যা যানবাহন ভাসিয়ে নিয়ে যেতে পারে।
মিজ ট্রান যোগ করেন অন্যান্য সম্ভাব্য বিপদের মধ্যে রয়েছে অপ্রত্যাশিত কোন ভ্রমণ প্রত্যাশীর সঙ্গ, যেমন সাপ, মাকড়সা এবং সব ধরণের পোকামাকড়। তাই বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি না চালিয়ে বরং নিরাপদ জায়গায় ফিরে যাওয়াই উত্তম।

সবশেষে, আপনার বীমা পলিসির এক্সপায়ারি এবং কাভারেজ যথেষ্ট কিনা তা পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে ইন্স্যুরেন্স আপনি করেছেন তা আপনার অবস্থানের জন্য নির্দিষ্ট ধরনের ইভেন্টগুলির জন্য আপনাকে কভার করবে। এর মধ্যে রয়েছে আকস্মিক বন্যা, ঝড়ের ফলে পানির প্রবাহ, সংশ্লিষ্ট ভূমিধ্বস এবং গাছ বা অন্যান্য কিছু পড়ে বা উড়ে এসে গাড়ি-বাড়িসহ জিনিসপত্রের ক্ষতি।
আরো তথ্যের জন্য, আপনার স্থানীয় স্টেট এবং টেরিটোরির জরুরি পরিষেবার ওয়েবসাইটগুলি দেখুন:
- New South Wales (NSW SES)
- Victoria (VICSES)
- South Australia (SASES)
- Western Australia (DFES)
- Tasmania (TASSES)
- Queensland (Fire and Emergency Services)
- Australian Capital Territory (ESA)
- Northern Territory (NTES)
জরুরী প্রয়োজনে ট্রিপল জিরো (000) ডায়াল করুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে












