আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স বা এডিএফ-এর এক সদস্যের বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
- ফিলিপাইনের একটি বিলাসবহুল হোটেল থেকে এক অস্ট্রেলীয় দম্পতি ও তাদের ফিলিপিনো সঙ্গীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার সময় ভুলবশত ইউক্রেনের রাষ্ট্রপতিকে 'প্রেসিডেন্ট পুতিন' বলে সম্বোধন করেছেন।
- ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে স্বীকার করা হয়েছে যে তারা কিব্বুটজ বিইরিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যেখানে ১০০ জনেরও বেশি বাসিন্দা নিহত হয়েছে এবং ৩২ জনকে জিম্মি করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন এখনও গাজায় রয়েছেন।
- মেলবোর্নের পশ্চিমাঞ্চলীয় সাবার্বে থাকা ভিক্টোরিয়ানরা একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ফলে বিপজ্জনক রাসায়নিক উপাদান সেখানকার জলপথে ছড়িয়ে পড়ার কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য-সমস্যার মুখোমুখি হতে পারে।
- অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস তার নতুন কাউন্টারপার্ট জন হিলির সাথে সাক্ষাতের জন্য আজ ১২ জুলাই যুক্তরাজ্য সফরে যাবেন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.sbs.com.au/bangla আর, এসবিএস বাংলার পডকাস্ট
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।






