আজকের শীর্ষ খবর:
- ইসরায়েল থেকে অস্ট্রেলিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্যে বিমানের ব্যবস্থা করা হচ্ছে, অস্ট্রেলিয়া সরকার বলেছে যে তারা ঝুঁকিতে থাকা সব নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
- মিশরকে দক্ষিণ সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় আটকে পড়া মানুষদের জন্যে প্রয়োজনীয় সহায়তা পাঠানোর কাজ আবারও শুরু করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- নিউ সাউথ ওয়েলস পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করে জানিয়েছে যে, তারা এই সপ্তাহান্তে সিডনিতে ফিলিস্তিনপন্থী সমাবেশে যোগ দিতে ইচ্ছুকদের ছত্রভঙ্গ করতে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা বিবেচনা করছে।
- প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি আগামীকাল নির্বাচন শুরুর আগে শেষ বারের মত ইন্ডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটকে সমর্থন করার জন্য অস্ট্রেলিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
- বিরোধী দলীয় নেতা পিটার ডাটন যুক্তি দেখিয়েছেন যে আগামীকালের গণভোটে যদি ‘না’ জয়যুক্ত হয় তবে তার মানে এটি হবে না যে মানুষ আদিবাসী অস্ট্রেলিয়ানদের চাহিদা প্রত্যাখ্যান করেছে।
- নবায়নযোগ্য প্রযুক্তিতে অগ্রণী গবেষণার জন্য চার জন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীকে প্রকৌশল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কারে ভূষিত করেছেন রাজা তৃতীয় চার্লস।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।