আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতাদের সাথে বৈঠকের সময় তিনি এই প্রসঙ্গ তোলেন।
- সুইটজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গাজায় ইসরায়েলের হামলা। সেখানে জাতিসংঘের প্রতিনিধিরা আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
- অতিরিক্ত বাড়ি-ভাড়ার কারণে চাপে রয়েছে অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক শহরতলির বাসিন্দারা।
- বিরোধী দলীয় ট্রেজারার অ্যাঙ্গাস টেলর বলেছেন, অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
- অস্ট্রেলিয়ায় বিদ্যালয়ের শিক্ষা-ব্যয় বেড়ে যাওয়ায় এই খাতে নেওয়া ঋণের পরিমাণও প্রায় তিন চতুর্থাংশ বেড়ে গেছে।
- আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কুইন্সল্যান্ডে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ কেমন প্রভাব ফেলবে সে বিষয়ে তারা এখনও অনিশ্চিত।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।






