Key Points
- āĻ āϏā§āĻā§āϰā§āϞāĻŋā§āĻžāϰ āĻāĻĻāĻŋāĻŦāĻžāϏā§āĻĻā§āϰ āĻāϤāĻŋāĻšāĻžāϏ āϏāĻāϏā§āĻā§āϤāĻŋ āϏāĻŽā§āĻĒāϰā§āĻā§ āĻĒā§āϰāĻĨāĻŽā§ āύāĻŋāĻā§āĻĻā§āϰ āĻļāĻŋāĻā§āώāĻŋāϤ āĻāϰāĻž āĻā§āϰā§āϤā§āĻŦāĻĒā§āϰā§āĻŖāĨ¤
- āĻ āϏā§āĻā§āϰā§āϞāĻŋā§āĻžāϰ āĻā§āϰā§āϝāĻžāĻĄāĻŋāĻļāύāĻžāϞ āĻāĻāύāĻžāϰ āĻāĻžāϰāĻž āϏ⧠āϏāĻŽā§āĻĒāϰā§āĻā§ āĻāĻžāύā§āύāĨ¤
- āĻ āĻāĻŋāĻŦāĻžāϏ⧠āϏāĻŽā§āĻĒā§āϰāĻĻāĻžāϝāĻŧā§āϰ āĻŽāĻžāύā§āώā§āϰāĻž āĻāύā§āĻĄāĻŋāĻāĻŋāύāĻžāϏ āĻāύāĻā§āώā§āĻ ā§āϰ āĻāĻāĻ āĻ āĻāĻŋāĻā§āĻāϤāĻž āĻĨā§āĻā§ āĻāĻžāϞ⧠āĻĢāϞāĻžāĻĢāϞ āĻĒā§āϰāϤā§āϝāĻžāĻļāĻž āĻāϰāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤
যদিও ফার্স্ট নেশনস মিত্র হওয়ার কোনো সুনির্দিষ্ট পথ নেই, তবে সেই মানুষদের সম্পর্কে জানাই হলো প্রথম ধাপ।
"এটি ঠিক যে কোনো সম্পর্কের মতো," বলছেন বুন্ড-জালুং নারী āϰāĻŋāĻāύāϏāĻŋāϞāĻŋāϝāĻŧā§āĻļāύ āĻ
āϏā§āĻā§āϰā§āϞāĻŋāϝāĻŧāĻžর সিইও কারেন মুন্ডাইন ।

Dr Summer May Finlay.
āĻāύā§āĻĄāĻŋāĻāĻŋāύāĻžāϏ āĻāύāĻā§āώā§āĻ ā§ āϏāĻŽā§āĻĒāϰā§āĻā§ āύāĻŋāĻā§āĻĻā§āϰ āĻļāĻŋāĻā§āώāĻŋāϤ āĻāϰāĻž āĻā§āϰā§āϤā§āĻŦāĻĒā§āϰā§āĻŖ
ইয়োর্টা ইয়োর্টা নারী, ড. সামার মে ফিনলে বলেন, অ-আদিবাসীদের নিজেদের শিক্ষিত করা গুরুত্বপূর্ণ।
āĻĒā§āϰā§ā§āĻāύ āϏāĻŦāĻžāĻāĻā§ āϏāĻŽāĻžāύāĻāĻžāĻŦā§ āĻĻā§āĻāĻž
গমিলারই পুরুষ লিউক পিয়ারসন হলেন āĻāύā§āĻĄāĻŋāĻāĻŋāύāĻžāϏ āĻāĻā§āϏ (Indigenous X)-এর একজন প্রতিষ্ঠাতা। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তাদের সংস্কৃতি উদযাপিত হয়।
তিনি বলেন, ইতিহাস শেখার আগে আমাদের সবার আগে সবাইকে সমানভাবে দেখতে হবে।
CEO of Reconciliation Australia, Karen Mundine Credit: Reconciliation Australia Credit: Joseph Mayers/Joseph Mayers Photography
তিনি বলছেন, "যে কারণে আমি এই পরিভাষাটি পছন্দ করি না তা হল আদিবাসী ন্যায়বিচারের প্রেক্ষিতের মূল বিষয় থেকে অ-আদিবাসীদের সরিয়ে দেবার চেষ্টা। আপনি যদি ইন্ডিজিনাস জনগোষ্ঠীর জন্য ভাল কিছু করতে চান এজন্য আপনার কোন লেবেল বা স্টিকার প্রয়োজন হবে না। কারণ আপনার লক্ষ্য ভাল বোধ করা নয়; লক্ষ্য হওয়া উচিৎ আদিবাসীদের জন্য নেয়া কার্যক্রমের ফলাফল উন্নত করা।"
তবে ফার্স্ট নেশনস ব্যক্তি ড. ফিনলে বলেন, একজন ভালো মিত্র হলেন এমন একজন যিনি মিত্র হওয়ার অর্থের সীমানা জানেন।
তিনি বলছেন, আমাদের যা দরকার তা হল মানুষ যাতে স্বীকার করে যে তারা প্রথম জাতি নয় এবং প্রথম জাতিদের কথা তুলে ধরা উচিত এই বিষয়টিও যাতে স্বীকৃতি দেয়।
রিকনসিলিয়েশন অস্ট্রেলিয়ার সিইও, কারেন মুন্ডাইন বলেছেন, উদ্বাস্তু এবং অভিবাসী সম্প্রদায়ের মানুষেরা একই অভিজ্ঞতা থেকে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে।
তিনি বলেন, এটি উভয়ভাবেই কাজ করে।
"অনেক ফার্স্ট নেশনস মানুষ অভিবাসী সম্প্রদায় এবং তারা যে সংগ্রাম ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এজন্য তাদের সহয়ত করতে পেরে বেশ খুশি"
২০২৩ সালে ভয়েস টু পার্লামেন্টের গণভোট ফার্স্ট নেশনস জনগোষ্ঠী সম্পর্কে আরও গভীরভাবে জানার এবং সেইসঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি ভালো সুযোগ সৃষ্টি করেছে।
মিজ মুন্ডাইন বলেন, এটি চলমান রাখা আধুনিক অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক।
তিনি বলছেন, "যদি আমরা অস্ট্রেলিয়াকে একটি আধুনিক বৈচিত্র্যময় জাতি হিসেবে গড়ে তুলতে চাই যা বহুসংস্কৃতিবাদের জন্য গর্বের বিষয়, তবে প্রথম অস্ট্রেলিয়ানদের থেকেই শুরু করতে হবে এবং ৬৫,০০০ বছর আগের সংযোগের স্বীকৃতি দিতে হবে।"

Founder of Indigenous X platform, Luke Pearson
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।