আজকের শীর্ষ খবর:
- প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন যে সরকার প্রতিশ্রুত ট্যাক্স ছাড়ের তৃতীয় ধাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই বছর জুলাই মাসের এক তারিখ থেকে যেটি কার্যকর হবে।
- তরুণদের ব্ল্যাকমেইল করার জন্য অশ্লীল ছবি ব্যবহারের ঘটনা ক্রমশ বাড়তে থাকায়, নতুন বছরের স্কুল শুরুর আগে এ বিষয়ে অভিভাবক ও বাবা-মায়েদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
- মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হামাস সংঘাতের ফলে রাজ্যের কয়েকটি সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা বেড়ে যাওয়ায় নিউ সাউথ ওয়েলসের সহিংসতায় উস্কানি নিষিদ্ধ করা বিষয়ক আইনগুলি নিয়ে নতুন করে পর্যালোচনা হচ্ছে।
- নর্দার্ন টেরিটরির উপরের দিকের কিছু অংশে বন্যা অব্যাহত থাকবে বলে জানা গেছে, সেখানে ইতিমধ্যে প্রায় ১০০ জনকে উক্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
- শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার জোর দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ার জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য চেষ্টা করে চলেছে।
- পাকিস্তান ও ইরানের মধ্যে উত্তেজনা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সব পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।