আজকের শীর্ষ সংবাদ:
- ডিফেন্স মিনিস্টার রিচার্ড মার্লস বলেছেন, অকাস (AUKUS) কর্মসূচীর অংশ হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের উৎপাদন বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির ফলে উপকৃত হবে অস্ট্রেলিয়ার অর্থনীতি।
- টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে স্মার্টফোন বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারের জন্য অবৈধ উপায় ব্যবহারের অভিযোগ এনে যুগান্তকারী একটি মামলা করেছে যুক্তরাষ্ট্র সরকার।
- মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও গাজায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি এবং ওই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
- ভিক্টোরিয়ায় ভাড়া বাড়ির মিথ্যা বিজ্ঞাপনের ঘটনা এবং মানহীন সম্পত্তি ভাড়া দেওয়ার অভিযোগ তদন্তের জন্যে নতুন একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
- জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম রেজুলেশন অনুমোদন করা হয়েছে।
- কোলস সুপারমার্কেটের ইস্টার উপলক্ষে আনা খেলনাগুলির কয়েকটি শিশুদের চোকিং বা দম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে বাবা-মায়েদের সতর্ক করা হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।






