আজকের শীর্ষ খবর:
- কোয়ান্টাস চলতি অর্থবছরে ২.৪৭ বিলিয়ন ডলার বা কর পরবর্তী ১.৭ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা ঘোষণা করেছে।
- মিনিস্টার অব ইন্ডিজেনাস অস্ট্রেলিয়ান বলেছেন যে নিউরোডেভেলপমেন্টাল ইস্যুতে সরকারের ১৮.৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ সেন্ট্রাল অস্ট্রেলিয়ার শিশুদের প্রাথমিক সনাক্তকরণ এবং চিকিত্সায় সহায়তা করবে।
- একটি নতুন গবেষণায় দেখা গেছে যে বর্তমান কঠোর ভাড়া বাজারে সমস্যার সামনে পড়া মানুষদের মধ্যে শরণার্থীদের সংখ্যা বেশি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।




