আজকের শীর্ষ খবর:
- ফেডারেল বিরোধীরা বিভ্রান্তিকর বলে সমালোচনা করার পরে শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার ভয়েস গণভোটের জন্য নির্বাচন কমিশনের ব্যালট পেপারকে সমর্থন জানিয়েছেন।
- ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরে নির্বাচনের ফল বদলানোর প্রচেষ্টার অভিযোগে আটলান্টার একটি কারাগারে ফৌজদারি মামলা দায়ের করা হয়, এবার ডোনাল্ড ট্রাম্প-এর একটি মাগ শট ছবি প্রকাশ করা হয়েছে।
- কর্মসংস্থান মন্ত্রী টনি বার্ক ঘোষণা করেছেন যে সরকার পারিবারিক নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কর্মক্ষেত্রে বৈষম্য থেকে রক্ষা করার জন্য আরও এক দফা সংস্কার চালু করবে।
- এ বছর মুনাফার দেখা পাওয়া বিমান সংস্থা কোয়ান্টাসকে সরকারের কাছ থেকে পাওয়া অর্থ ফেরত দেওয়ার পরামর্শ প্রত্যাখ্যান করেছেন ট্রেজারার জিম চ্যামারস।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।




