আজকের শীর্ষ খবর:
- সাবেক এএফএল তারকা এডি বেটস একটি সিকিউরিটি ভিডিও সামনে এনেছেন যাতে দেখা গেছে যে একজন ব্যক্তি তার বাড়ির পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে বারবার চিৎকার করে আপত্তিকর এন-ওয়ার্ড বলছে।
- দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে গেলে সেখানে অন্তত ৪৫ জন যাত্রী নিহত হয়েছেন।
- নর্দার্ন মেলবোর্নের গ্লেনরয়ে একজন ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে হোমিসাইড পুলিশ।
- ফেডারেল সরকার বলছে, অস্ট্রেলিয়ান ওয়াইনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চীন আরও কয়েকটি অস্ট্রেলিয়ান পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে বলে তারা আশাবাদী।
- অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের উপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করতে চায়।
- রুশ তদন্তকারীরা বলছেন, গত সপ্তাহে একটি কনসার্টে ১৪০ জনেরও বেশি মানুষকে হত্যাকারী বন্দুকধারীরা ইউক্রেনের জাতীয়তাবাদীদের অর্থায়নে এই হত্যাযজ্ঞ চালিয়েছিলো বলে তারা প্রমাণ পেয়েছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।







