আজকের শীর্ষ খবর:
- নতুন এক গবেষণায় দেখা গেছে যে ২০১২ সালের পর থেকে তরুণ অস্ট্রেলিয়ানরা উল্লেখযোগ্য হারে মানসিক অসুস্থতা বৃদ্ধির কথা জানাতে শুরু করে, যা সেই সময়ে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উত্থানের সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে।
- দুটি গাড়ির সংঘর্ষে ২৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার পর ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে, সন্দেহ করা হচ্ছে এর মধ্যে একটি গাড়ি চুরি করা হয়েছে।
- গাজা উপত্যকার খান ইউনুস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার কারণে হাজার হাজার মানুষ আবারও বাস্তুচ্যুত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে হোয়াইট হাউস।
- আজ যুক্তরাজ্যে নির্বাচন শুরুর ঠিক আগে আগে সেখানকার জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে অনেক এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি।
- নতুন প্রস্তাবিত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এবং কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ সব সরকারী বিশ্ববিদ্যালয়ে ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করা শুরু করেছে।
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিটকরুন www.sbs.com.au/bangla আর, এসবিএস বাংলার পডকাস্ট
চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।







