আজকের শীর্ষ খবর:
- পার্থ শহরের একটি বানিংস স্টোরের বাইরে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাতকারী এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়েছে।
- জামিন আইন সংস্কার, গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচি এবং ভুক্তভোগী-ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান হতে চলেছে নিউ সাউথ ওয়েলস স্টেটের ২৩০ মিলিয়ন ডলারের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য।
- মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি এলাকা থেকে উদ্ধার করা তিনটি মৃতদেহ সম্ভবত গত সপ্তাহে ক্যাম্পিং এবং সার্ফিং ভ্রমণের সময় নিখোঁজ হওয়া দুই অস্ট্রেলিয়ান এবং একজন আমেরিকান যুবকের হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- আগামী চার বছরে আয়কর হতে প্রাপ্ত রাজস্ব ২৫ বিলিয়ন ডলার বেশি হবে বলে আশা করা হচ্ছে। অ্যালবানিজি সরকার এই মাসের ফেডারেল বাজেটের আগে আগে এই প্রত্যাশা ব্যক্ত করেছে।
- গত রবিবারে কাতারের মালিকানাধীন টিভি স্টেশন আল জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলি পুলিশ তাদের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি হোটেল কক্ষে অভিযান চালিয়েছে।
- মধ্যপ্রাচ্যের গাজায় প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে কায়রোতে এখনও আলোচনা চলছে।