অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য তাদের নিজেদের ভাষায় প্রতিদিন ২৪ ঘণ্টা এসবিএস সাউথ এশিয়ান। সরাসরি সম্প্রচার, অন ডিমান্ড এবং ইউটিউবে পাওয়া যাবে সংবাদ, তথ্য, বিনোদন, সঙ্গীত ও সম্প্রদায়ের খবর।
এসবিএস সাউথ এশিয়ানে কী আছে? এতে আছে বাংলা (Bangla), গুজরাতি (Gujarati), হিন্দি (Hindi), নেপালি (Nepali), মালয়লাম (Malayalam), পাঞ্জাবি (Punjabi), সিংহালা (Sinhala), তামিল (Tamil) এবং উর্দু (Urdu) ভাষায় প্রচারিত অনুষ্ঠান। আরও রয়েছে, চমৎকার মিউজিক প্লে-লিস্ট, যার মাঝে রয়েছে বলিউডের হিন্দি গান, পাঞ্জাবি ভাংড়া এবং নেপালি হিট গান। আর, গত বছরে শুরু করা হয়েছে তেলুগু (Telugu) ভাষায় অনুষ্ঠান। এটি শুনতে পাবেন পডকাস্ট হিসেবে, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ-মাধ্যমে।
এসবিএস সাউথ এশিয়ান এর প্রোগ্রাম ম্যানেজার মানপ্রীত সিং বলেন,
“অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠী হলো দক্ষিণ এশীয় জনগোষ্ঠী। ১.৫ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান বাড়িতে উপমহাদেশের কোনো একটি ভাষায় কথা বলা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের অভিবাসীদের বৈচিত্র্য এবং গভীরতা তুলে ধরতে ভূমিকা রাখছে এসবিএস। এই অধিবাসীরা অস্ট্রেলিয়ান সমাজেরই অংশ এবং সমসাময়িক বৈচিত্র্যময় অস্ট্রেলিয়াকে তারা সমৃদ্ধ করছে।”
প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শনি ও রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসবিএস সাউথ এশিয়ান-এ অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। এছাড়া, যে-কোনো সময়ে এগুলো পাবেন এসবিএস অন ডিমান্ড-এ।
ডিজিটাল রেডিও, ডিজিটাল টিভি (চ্যানেল ৩০৫), ইউটিউব চ্যানেল এবং এসবের পাশাপাশি এসবিএস অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে দেখুন, শুনুন ও পড়ুন এসবিএস সাউথ এশিয়ান এর ১০টি ভাষার বৈচিত্র্যময় অনুষ্ঠান।
আমাদের লাইভ রেডিও বা সরাসরি রেডিও সম্প্রচারের সময়সূচি নিম্নরূপ। আর, আপনার প্রিয় দক্ষিণ এশীয় সঙ্গীত শোনা যাবে বাকি সময়ে।
Language | Day and time |
Bangla | Monday & Thursday 3:00PM |
Gujarati | Wednesday & Friday 2:00PM |
Hindi | Monday to Sunday 5:00PM |
Malayalam | Thursday & Friday 1:00PM |
Nepali | Tuesday & Thursday 2:00PM |
Punjabi | Monday to Friday 4:00PM |
Sinhala | Monday, Tuesday, Thursday & Friday 11:00AM |
Tamil | Monday, Wednesday, Thursday & Friday 12:00PM |
Urdu | Wednesday & Friday 3:00pm |
এসবিএস সাউথ এশিয়ান-এর প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব ফেসবুক পেজ এবং দ্বি-ভাষিক ওয়েবসাইট। যেসব প্লাটফর্মে আপনি সাধারণত পডকাস্ট শুনে থাকেন, সেগুলোর বেশিরভাগেই পাওয়া যাবে আমাদের অডিও।
এসবিএস অডিও-এর অ্যাক্টিং ডাইরেক্টর পামেলা কুক বলেন,
“আমাদের Language Services Review এর ফলাফল অনুসারে পরিষেবা প্রদান চালিয়ে যেতে পেরে এসবিএস গর্বিত। জাতীয় সেনসাস বা জনশুমারির সঙ্গে সঙ্গতি রেখে পাঁচ বছর পর পর ল্যাঙ্গুয়েজ সার্ভিসেস রিভিউ করা হয়ে থাকে। এসবিএস এর পরিষেবার ক্ষেত্রে বৈচিত্র্যময় সমসাময়িক অস্ট্রেলিয়ার প্রতিফলন তুলে ধরা নিশ্চিত করার পাশাপাশি সবাইকে অন্তর্ভুক্ত করা ও স্বকীয়তা বোধ করার অনুভূতি প্রদানের ক্ষেত্রে সহায়ক হয় এই রিভিউ।”
Related:
- SBS Spice is an exciting new English language service for Gen Y with a South Asian heritage who want to shape their own cultural narratives and be informed and entertained via social media
- Australia Explained offers new migrants the practical information they need to participate in everyday social and civic life, with content available in South Asian and other languages
- Common FAQs about SBS’s full content offering across more than 10 sub continental languages and English for South Asian audiences in Australia