আজকের শীর্ষ খবর:
- ভিক্টোরিয়া স্টেটের বালারাটের নিখোঁজ নারী সামান্থা মারফিকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা গেছে, তিনি জিলং এএফএলের প্রাক্তন একজন খেলোয়াড়ের পুত্র।
- অস্ট্রেলিয়া সরকার তাদের দ্বিতীয় বার্ষিক ‘স্ট্যাটাস অব উইমেন’ প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা গেছে যে কর্মক্ষেত্রে লিঙ্গভেদে বেতনের ব্যবধান রেকর্ড সর্বনিম্ন ১২ শতাংশে রয়েছে - তবে তারপরেও অন্যান্য গুরুতর বৈষম্য এখনও রয়ে গেছে।
- রাফার দক্ষিণে একটি শরণার্থী শিবিরে বসবাসরত বাস্তুচ্যুত নারীরা বলছেন, গাজা উপত্যকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে না।
- প্রশিক্ষণ চলাকালে প্যারাসুট দুর্ঘটনায় নিহত অস্ট্রেলীয় সৈনিক ল্যান্স কর্পোরাল জ্যাক ফিটজগিবনের মৃত্যুতে দেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করছেন।
- নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যালয়ে হামলাকারী বন্দুকধারীরা অন্তত ২৮৭ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান-শিক্ষক।
- অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা মাটিল্ডা অধিনায়ক স্যাম কেরের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








