আজকের শীর্ষ খবর:
- লন্ডনের একটি আদালতে দোষী নয় দাবি করেছেন অস্ট্রেলিয়ান ফুটবল অধিনায়ক স্যাম কের। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একজন পুলিশ কর্মকর্তাকে হয়রানি করার। কিংস্টন ক্রাউন কোর্টে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেন কের।
- মেলবোর্নের একটি প্রধান সেতুতে বিক্ষোভের পর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজ। বিক্ষোভের পিছনে থাকা দলটি এক্সটিঙ্কশন রেবেলিয়ন গ্রুপের বলে জানা গেছে। মেলবোর্নে আসিয়ান শীর্ষ সম্মেলনের সময়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণের দাবিতে তারা বিক্ষোভ করে।
- আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-কে একদল আইনজীবি বলেছে ফিলিস্তিন ভূখণ্ডে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে অ্যান্থোনি অ্যালবানিজির যোগসূত্র কতটুকু সেটি তদন্ত করার জন্য। আইসিসি-র প্রসিকিউটর করিম খানের অফিসে সংক্ষিপ্ত একটি আবেদন করেছেন আইনজীবি দলটির প্রধান, কিংস কাউন্সেল শেরিন ওমেরি।
- ইসরায়েলি প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত সত্ত্বেও, হামাস বলেছে যে, তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে চায়। শান্তি সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয় নি ইসরায়েল। তবে, এটি হামাসের তালিকা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। হামাসের কাছে জীবিত জিম্মিদের তালিকা চেয়েছিল ইসরায়েল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









