আজ ২৬ নভেম্বর ২০২২, শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্টেট নির্বাচন।
ফেডারেল নির্বাচনের মতই এবারেও ভোটাররা কয়েকটি পদ্ধতিতে নিজেদের ভোট প্রদান করতে পেরেছেন। অনেকেই ডাকযোগে ভোট দিয়েছেন, আর কেউ কেউ অগ্রিম ভোট দেয়ার সুবিধা গ্রহণ করেছেন।
আজ পুরো স্টেটজুড়ে প্রায় ১ হাজার ৭ শত কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়। এখন চলছে ভোট গণনা।
এই নির্বাচনের ফলাফলের উপরই নির্ভর করবে আগামী চার বছর কোন দল এই রাজ্যে সরকার পরিচালনা করবে।
নির্বাচনের আগে সব বড় দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নির্বাচনের সময় ভোটারদের কাছে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা নিয়ে বাংলাভাষী ভোটার কামরুন নাহার নীপা, সাজ্জাদ হোসেইন এবং জুবাইদুল জেকবের সাথে কথা বলেছে এসবিএস বাংলা।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







