এ সপ্তাহের শীর্ষ খবর:
- গত সোমবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ এবং ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ ও ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। আর এই দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের ওপর দায়টা চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনাম হয় খুব বেশি।”
- পাঁচ ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। আন্দোলনের প্রথম ধাপে ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তির প্রতিবাদে সমাবেশ, মিছিল, রোড মার্চ, পদযাত্রা, সেমিনারসহ একগুচ্ছ কর্মসূচি থাকতে পারে।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের কুশীলবদের খুঁজছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১২ বছরে পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীসহ তাঁদের অনুগত শতাধিক সদস্যের মাধ্যমে বড় কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
- দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
- রাজধানীর নয়াপল্টনে কযে়ক দফা ককটেল বিস্ফোরণের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোযে়ন্দা (ডিবি) পুলিশ।
- ওদিকে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, 'শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। তারা কার্যালয়ের ভেতর অভিযান চালিয়ে নাটক মঞ্চস্থ করেছে।

epa11483606 Policemen arrest Akhter Hossain, one of the protesters demanding quota reforms in public service, at Dhaka University campus in Dhaka, Bangladesh, 17 July 2024. Dhaka University authorities have announced an indefinite closure of the institution amid ongoing protests demanding quota reforms in public service, one day after police reported that at least six people died and dozens injured as clashes took place during nationwide protests demanding the abolition of quotas in government jobs. EPA/MONIRUL ALAM Source: AAP / MONIRUL ALAM/EPA
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla আর, এসবিএস বাংলার পডকাস্ট
চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।







