বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রটি ঢাকার এক তরুণীর সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
২৫ বছর বয়সী সাবা তার পক্ষাঘাতগ্রস্ত মায়ের দেখাশোনা করতে গিয়ে আর্থিক অনটনে পড়ে। মায়ের অস্ত্রোপচারের খরচ জোগাতে সে একটি হুক্কা লাউঞ্জে চাকরি নেয়, যেখানে কাজের পরিবেশ কঠিন ও অসম্মানজনক।
নিজের জীবনের অবরুদ্ধতা ও মায়ের অসহায় অবস্থার মাঝে পড়ে সাবার মানসিক চাপ বাড়তে থাকে।
ছবিতে মা-মেয়ের চিরায়ত সম্পর্কের চিত্রটি শুধু সংবেদনশীলই ছিল না, এটির একটি জটিল এবং এক পর্যায়ে মর্মস্পর্শী অনুভূতিও দর্শকদের দিতে পেরেছেন নির্মাতা মাকসুদ।

Bangladeshi filmmaker Maksud Hossain's debut feature film "SABA" will be screened at the upcoming Sydney Film Festival. Credit: Maksud Hossain
ছবিটির প্রিমিয়ার হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF), এছাড়া বুসান, রেড সী, গোটেবার্গ, বেঙ্গালুরু, ডালাস, রেইনডান্স সহ বেশ কিছু সুপরিচিত উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রি’র জন্য মনোনীত হয়েছে।
ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মাকসুদ ও ত্রিলোরা খান।
ছবিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচী।
বাংলাদেশে ছবিটি শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন মাকসুদ।
চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেনের সাথে সাক্ষাৎকারের ১ম পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস