ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জনসংখ্যা বাড়াতে আসন্ন ফেডারেল নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতি আরো পদক্ষেপ নেয়ার দাবি বাংলাদেশী অভিবাসী দেবাশীষ সাহার

Debashis Saha Source: Debashis Saha
আগামী শনিবার ১৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচন। এ নির্বাচনে আগ্রহ আছে প্রবাসী বাংলাদেশিদেরও।এই নির্বাচনের প্রেক্ষিতে পার্থের বাসিন্দা দেবাশীষ সাহার ভাবনা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কম জনসংখ্যা নিয়ে। এসবিএসকে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের অর্থনীতি মূলত খনিজ শিল্প নির্ভর। বসবাসের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া খুব ভালো জায়গা হলেও জনসংখ্যা খুব কম। রাজনৈতিক দলগুলো উচিত এমন উন্নয়ন কর্মসূচি নেয়া যাতে খনি শিল্পের বাইরেও আরো বিভিন্ন শিল্প গড়ে উঠে। এতে আরো অভিবাসী এ রাজ্যে কাজ করতে এবং থাকতে আসবে।
Share



