আসন্ন ফেডারেল নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির ওপরেই বাংলাদেশী অভিবাসী তৌহিদের আস্থা

Tawhid Patwary Source: Supplied
আগামী শনিবার ১৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ৪৬তম ফেডারেল নির্বাচন। এ নির্বাচন নিয়ে আগ্রহ আছে বাংলাদেশী অভিবাসীদের মধ্যেও। মেলবোর্নের বাসিন্দা তৌহিদ পাটোয়ারী মনে করেন অস্ট্রেলিয়ান লেবার পার্টি সাধারণ জনগণের জন্য কাজ করে যেখানে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন বিত্তশালী এবং ব্যবসায়ীদের স্বার্থ দেখে। এসবিএসকে জানাচ্ছেন আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে তার পর্যবেক্ষণ।
Share



