গত ১৪ই জুলাই রাত ৯টার দিকে, হোবার্টের মাইস্টেট ব্যাংক এরিনা-এর পার্কিং লটে ঘটে এই দুর্ঘটনা।
তাসমানিয়া পুলিশ জানায়,
একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২১ বছর বয়সী এক যুবককে গুরুতর অবস্থায় রয়েল হোবার্ট হাসপাতাল-এ নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ আরও জানিয়েছে—
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই যুবক একজন আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন, যিনি সম্প্রতি মোটরসাইকেলটি কিনেছিলেন এবং চালানো অনুশীলন করছিলেন। তখনই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার শিকার হন।
এ দুর্ঘটনা নিয়ে এসবিএস বাংলা’র সাথে কথা বলেছেন কমিউনিটির সদস্য কাজী সাব্বির।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।