এ সপ্তাহের হাইলাইটস
- আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরবেন বলে তাঁর দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
- এদিকে, শুধু গভীর সমুদ্র বন্দর নয়,বাংলাদেশের জন্যে একটি ব্লু ইকোনমি গড়ে তোলার মিশন নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- আর ভারতে, জিএসটি-তে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.