ধনেখালি বা ধনিয়াখালি। পশ্চিমবঙ্গের হুগলী জেলার প্রত্যন্ত এক গ্রামের কথা দু’পাড় বাংলার মহিলারা জানেন ১০০ শতাংশ সুতির কাপড় বা শাড়ির জন্যে। মা-মাসি-দিদারা হালকা পাড়ের ৬ মিটার লম্বা যে শাড়ি খুবই পছন্দ করেন সৌন্দর্যর সঙ্গে পরে আরাম বলে। সেই শাড়ি আন্তর্জাতিক স্বীকৃতি, মানে জিআই ট্যাগ পেলেও মেশিনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রায় হারতে বসেছে।
আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
বিবি রাসেলের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS