গুরুত্বপূর্ণ দিকগুলি:
- কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অস্ট্রেলিয়ান স্কুলগুলিতে যৌন স্বাস্থ্য শেখানো হয়
- বয়সোপযোগী যৌনতা সম্পর্কিত ধারণাগুলি শিশু উন্নয়নমূলক তত্ত্ব অনুসারে শেখানো হয়
- বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে বাবা-মায়েদের উচিৎ অস্বস্তি কাটিয়ে সন্তানদের নির্দ্বিধায় যৌন শিক্ষাদান করা
যৌন স্বাস্থ্য প্রতিটি ব্যক্তির সামগ্রিক জীবন এবং সুস্থতার অংশ। এটি কেবল যৌনতা, গর্ভধারণ এবং গর্ভাবস্থা সংক্রান্ত বিষয়ই নয়, তারচেয়ে ব্যাপক কিছু। যৌন শিক্ষার ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে একটি শিশুর যৌবন, স্বাস্থ্যবিধি এবং ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতার অনুভূতি বিকাশের নানা দিক। কীভাবে ইতিবাচক এবং স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা যায় তার মূল ভিত্তিও সঠিক যৌন শিক্ষা।
প্রি-স্কুল থেকে শুরু করে দ্বাদশ শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান স্কুলগুলিতে যৌন স্বাস্থ্য শেখানো হয়। জাতীয় সিলেবাসটি শিশু-কিশোরদের বিকাশের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ধাপে ধাপে মানুষের শারীরিক ও মানসিক পরিপক্কতার পর্যায়গুলি বিবেচনা করে তৈরি করা হয়েছে।
রেনি ওয়েস্ট নিউ সাউথ ওয়েলস রাজ্যের ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন মাধ্যমিক স্কুলিং উপদেষ্টা। তিনি বলেন, অস্ট্রেলিয়ার পাঠ্যক্রমটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানদন্ড অনুযায়ী তৈরি করা হয়েছে।
শিশুরা কোন বয়সে কী শেখে
কিন্ডারগার্টেনে শিশুরা শরীরের বিভিন্ন অঙ্গের নাম ও সেগুলোর কার্যকারিতা সম্পর্কে শিখতে শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে তাদের শিক্ষাদান গর্ভধারণ ও গর্ভাবস্থা সম্পর্কিত বিষয়ের দিকে এগুতে থাকে।
ধীরে ধীরে শিক্ষার্থীরা আরও মানসিক পরিপক্কতায় পৌঁছালে, তাদেরকে পারস্পরিক সম্পর্ক, অন্তরঙ্গতা ও সম্মতির মত জটিল বিষয় শেখানো শুরু হয়।

মিজ ওয়েস্ট বলেন যে শিক্ষকরা তাদের স্কুলের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী পাঠ্যক্রমের সাথে খাপ খাইয়ে নেন, এবং একই সাথে কম্যুনিটির বৈচিত্র্য এবং মূল্যবোধের ভারসাম্য বজায় রাখেন।
নিউ সাউথ ওয়েলস-এর বিদ্যালয়গুলি শ্রেণীকক্ষে কখন ও কীভাবে যৌন সম্পর্কিত শিক্ষাদান করা হবে বাবা-মাকে সে বিষয়ে আগেই জানিয়ে দেয়। এবং বিদ্যালয়গুলি তখন প্রায়শই এমন সব বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে পরিণত হয়, যেসব বিষয়ে সাধারণত বাড়িতে আলাপ করা হয় না।

ক্যাথি জেমাইটাস মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমের পরিচালক হিসাবে নিউ সাউথ ওয়েলসের ডিপার্টমেন্ট অব এডুকেশনে কাজ করেন। তিনি বলেন, বাড়িতে যৌনতা সম্পর্কে কথা বলার জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা বাবা-মায়েদের জন্যে বেশ গুরুত্বপূর্ণ।
জিপি ডাক্তারের সাহায্য নেয়া
ড. ম্যাগালি ব্যারিরা ৩০ বছর ধরে ওয়েস্টার্ন সিডনিতে জিপি হিসেবে কর্মরত আছেন, যেটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বহুসংস্কৃতির শহরতলিগুলোর মধ্যে একটি। পেডিয়াট্রিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ব্যারিরা বলেন, দুর্ভাগ্যবশত বেশিরভাগ কিশোর-কিশোরীরা যৌন বিষয়ে পরামর্শের জন্য একা একাই আসে, কারণ তারা মনে করে যে বাড়িতে এ সম্পর্কে কথা বলার পরিবেশ নেই।
ব্যাপারটি প্রায়শই ঘটে থাকে মেয়েদের গর্ভনিরোধকের বিষয়ে জিজ্ঞেস করার ক্ষেত্রে।
ড. ব্যারিরা বলেন, কিশোর বয়সী ছেলেরাও তার সাথে পরামর্শ করতে আসে, তবে তাদের প্রশ্ন ও জিজ্ঞাসার বিষয় বিভিন্ন ধরণের হয়ে থাকে।

ড. ব্যারিরা আরও বলেন, বেশিরভাগ বাবা-মা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে যৌন স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করতে তখনই আসেন যখন তারা শারীরবৃত্তীয় কোনো পরিবর্তনের সামনে পড়ে। যেমন, যখন মেয়েদের প্রথম পিরিয়ড হয়, যখন ছেলেরা প্রথমবারের মত স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করে, যখন তারা হস্তমৈথুন শুরু করে, বা বয়ঃসন্ধি সম্পর্কিত অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়।
যৌন স্বাস্থ্য সম্পর্কে আলোচনা শুরু করার জন্যে তিনি এই সুযোগগুলি গ্রহণ করেন। তবে প্রায়শই তাঁকে কিছু পরিবারের ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
ড. ব্যারিরা বলেন যে তিনি এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেন, এবং একই সাথে বাস্তবতা ও বৈজ্ঞানিক তথ্য জানানোর চেষ্টা করেন। এবং প্রয়োজনে ছবি বা অন্য কোনও প্রপসের সাহায্য নেন।
তাহলে বাবা-মায়েরা কীভাবে তাদের সংশয় কাটিয়ে উঠে তাদের সন্তানদের যৌন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান করতে পারবেন?
ড. ব্যারিরার পরামর্শ হচ্ছে, বিভ্রান্তি এড়ানোর জন্য জিনিসগুলি সত্য ও সহজ রাখাই ভাল।
বাবা-মায়েদের জন্যে প্রয়োজনীয় তথ্যাবলী
বাবা-মায়েদের জন্যে এ সংক্রান্ত সঠিক তথ্যাবলী খুঁজে নেয়ার উপায় রয়েছে।
ডেরেক ম্যাককরমাক রেইজিং চিলড্রেন নেটওয়ার্কের একজন পরিচালক, যেটি একটি সরকারী-অর্থায়নে পরিচালিত স্বাধীন সংস্থা যা অনলাইনে সন্তানপালন বিষয়ক তথ্যভান্ডারের তদারকি করে থাকে।
রেইজিং চিলড্রেন ওয়েবসাইট সন্তানদের সাথে যৌন স্বাস্থ্য সম্পর্কে কীভাবে বয়সোপযোগী আলোচনা করা যায় সে সম্পর্কে বাবা-মায়েদের দিকনির্দেশনা দিয়ে থাকে।
মি. ম্যাককরমাকের পরামর্শ হচ্ছে আগে থেকেই তথ্য দেখে নিয়ে বাবা-মায়েরা যেন নিজেদের প্রস্তুত করে রাখেন।
যেসকল বাবা-মায়েরা তারপরেও অস্বস্তি বোধ করেন, তাদের জন্যে শিক্ষা বিশেষজ্ঞ রিনি ওয়েস্ট একটি চূড়ান্ত বুদ্ধি দিয়েছেন।
এই আলাপের জন্যে সবচেয়ে ভাল জায়গা হচ্ছে গাড়ি। কেউ কারো দিকে তাকানোর প্রয়োজন পড়বে না, এবং আলাপ শেষ হবার আগে পালানোরও উপায় থাকবে না।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।






