আজকের শীর্ষ খবর:
- কিছু দেশের নাগরিকদের অস্ট্রেলিয়ান ভিসার জন্য আবেদন করা থেকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত ক্ষমতা ব্যবহার করার আগে সরকার “অন্যান্য কূটনৈতিক উপায় খুঁজবে। ফরেইন মিনিস্টার পেনি ওয়াং এ কথা বলেছেন। সরকারের খসড়া নির্বাসন আইনে এই ক্ষমতাটির রূপরেখা দেওয়া হয়েছে। গত ২৬ শে মার্চ এটি সংসদের নিম্ন কক্ষে পাশ হয়েছে। এখন ছয় সপ্তাহের জন্য একটি সেনেট এনকোয়ারিতে এটি পাঠানো হয়েছে।
- কুইন্সল্যান্ডে গত শনিবার রাতভর প্রবল বর্ষণে মাউন্ট ইসার কাছে একটি জনপ্রিয় স্থানে ক্যাম্পিং করা কয়েক ডজন লোক আটকে পড়ে। আবহাওয়া ব্যুরো বলেছে যে, ঝড়ের কারণে আকস্মিক বন্যা হয়েছে; তবে জল কমতে এখনও সময় লাগতে পারে।
- অস্ট্রেলিয়ান বিজ্ঞানিরা আশা করছেন যে, আমাদের জলপথে মাইক্রো-প্লাস্টিক নিয়ে নতুন গবেষণা আরও টেকসই অনুশীলনকে উন্নীত করবে। ৫ মিলিমিটারের কম দৈর্ঘ্যের ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো আসলে প্লাস্টিকের তৈরি বড় বড় পণ্যের ভগ্নাংশ। এগুলো পাওয়া গেছে আমাদের মহাসাগরে, মাটিতে এবং বায়ু মণ্ডলে।
- ইসরায়েল-হামাস যুদ্ধের পর গাজা ও পশ্চিম তীরকে একক নিয়মে একত্রিত করার জন্য, আন্তর্জাতিক চাপের জবাবে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি নতুন সরকারের শপথ নিয়েছেন। মিস্টার আব্বাসের মিত্র মোহাম্মদ মুস্তফা পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, উভয় দায়িত্ব পালন করবেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









