আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার ২৮তম গভর্নর-জেনারেল হিসেবে আজ শপথ নিচ্ছেন সামান্থা মোস্টিন। মিজ মোস্টিন একজন আইনজীবি। এছাড়া, ব্যবসায়ী, রাজনৈতিক উপদেষ্টা, এএফএল কমিশনার এবং একাধিক বোর্ডের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া লেবার সিনেটর ফাতিমা পেইম্যানকে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, যতক্ষণ তিনি দলীয় নিয়ম ভঙ্গ করছেন, তিনি আর পার্টির ককাসে স্বাগত নন। তাকে ককাস থেকে বরখাস্ত করার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন দু’জন সিনিয়র ওয়েস্ট অস্ট্রেলিয়ান লেবার এমপি। গত সপ্তাহে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব সম্পর্কিত গ্রিনস পার্টির প্রস্তাবের সমর্থন করতে গিয়ে সিনেটর পেইম্যান ফ্লোর ক্রস করেছিলেন এবং লেবার পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।
- নতুন অর্থবছরের শুরু থেকে জীবনযাত্রার চাপ কমানোর লক্ষ্যে আজ থেকে বেশ কিছু নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। মিনিমাম এবং অ্যাওয়ার্ড ওয়েজেস বৃদ্ধি পাবে ৩.৭৫ শতাংশ। এছাড়া, প্রত্যেক অস্ট্রেলিয়ান ৩৪৫ ডলার থেকে ৪,৫২৯ ডলারের মধ্যে ট্যাক্স কাট পাবেন।
- ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে অভিযান চালিয়ে যাওয়ায় গাজা উপত্যকায় এক সময়ে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত এলাকা থেকে আরও বেশি ফিলিস্তিনী পালিয়ে গেছে। গাজা শহরের শেজাইয়ার আশেপাশে আরও অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, দক্ষিণ-পশ্চিম ও মধ্য রাফাহর আরও গভীরে তারা প্রবেশ করেছে এবং অন্তত ছয় জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
READ MORE

নির্বাচন ২০২২: দি লেবার পার্টি








