আজকের শীর্ষ খবর:
- ১৪ অক্টোবর, শনিবার ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটের আগের এই ক’দিনে প্রচারকারীরা জোরেশোরে প্রচারণা চালাচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি এবং বিরোধী দলীয় নেতা পিটার ডাটন তাদের চূড়ান্ত প্রচারণা শুরু করেছেন। সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে যে, ‘নো’ ক্যাম্পেইন এখনও ভালভাবে এগিয়ে রয়েছে।
- সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর, ইসরায়েলের সমর্থনে অপেরা হাউজ নীল ও সাদা রঙে আলোকিত করার প্রতিবাদে সিডনির রাস্তায় মিছিল করেছে শত শত ফিলিস্তিনি সমর্থক।
- মধ্যপ্রাচ্যে সহিংসতায় আটকে পড়া অস্ট্রেলিয়ানদের বিষয়ে এখনও কোনো তথ্য নেই বলেছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং। ইসরায়েলে থাকা অস্ট্রেলিয়ানদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তারা যে সেখানে নিরাপদ রয়েছে সেটা নিশ্চিত করার জন্য।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলে হামলার সময়ে হামাসের দ্বারা সংঘটিত নৃশংসতা জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট দ্বারা পরিচালিত নৃশংসতার প্রতিফলন।
- ঢাকায় সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে পৃথক বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন প্রশ্নে পরস্পর-বিরোধী অনড় অবস্থান তুলে ধরেছে।
- ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









