আজকের শীর্ষ খবর:
- কুইন্সল্যান্ডের মোরটন বে অঞ্চলে একটি হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে, তার বয়স ৮৩ বছর। আর, ব্রিসবেন থেকে ৩৮ কিলোমিটার উত্তরে বারগেনগারির ইউনিটের বাসিন্দা তিনি।
- এদিকে, ভিক্টোরিয়ায়, মেলবোর্নের উত্তরে, এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে যে, লোকটিকে আজ সকালে মেলবোর্নের প্রায় ২০ কিলোমিটার উত্তরে গ্রিনভেলে, বুকানন প্লেসের একটি সম্পত্তির বাইরে পাওয়া গেছে।
- এজড কেয়ার খাতের উপরে একটি টাস্কফোর্স রিপোর্ট প্রকাশের পর, এজড কেয়ার সিস্টেমে অর্থায়নের জন্য শুল্ক বা ট্যাক্স ব্যবহার করার কথা অস্বীকার করেছে সরকার। টাস্কফোর্স বলেছে যে, কমনওয়েলথ ভবিষ্যতে বয়স্কদের যত্ন ও পরিষেবাগুলোর প্রধান তহবিল হিসেবে থাকবে, কারণ, জনসংখ্যার বয়স এবং যত্নের চাহিদা বৃদ্ধি পাবে।
- লোকসভা নির্বাচনের আগেই ভারতে কার্যকর হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন। গতকাল সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিএএ কার্যকর করার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই আইন অনুসারে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সংখ্যালঘুরা ‘ধর্মীয় উৎপীড়নের’ কারণে ভারতে আশ্রয় চায়, তাহলে তা দেবে ভারত।
- ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৬২ এবং দ্বিতীয় ইনিংসে ৩৭২ রান করেছিল নিউজিল্যান্ড। আর, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ২৫৬ ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ২৮১ রান। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









