আজকের শীর্ষ খবর:
- সিডনির বন্ডাই জংশনে ছুরি হামলার ঘটনায় আহত পাকিস্তানী নিরাপত্তা-রক্ষীকে স্থায়ী ভিসা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। গত ১৩ এপ্রিল, শনিবার ছুরিকাঘাতের এই ঘটনায় ছয় জন নিহত হয়। হামলাকারী জোয়েল কাউচিকে তখন প্রতিহত করতে গিয়ে আহত হন নিরাপত্তা-রক্ষী মোহাম্মদ ত্বাহা।
- এদিকে, সিডনির একটি গির্জায় ছুরি হামলার ঘটনার তদন্তের পর, ১৬ বছর বয়সী একটি ছেলের বিরুদ্ধে সন্ত্রাতবাদের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিসের জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিম, সিডনি। গত সোমবার সন্ধ্যায় সিডনির ক্রাইস্ট দ্য গুড শেফার্ড চার্চে, ধর্মোপদেশ দেওয়ার সময়ে বিশপ মারি মারি ইমানুয়েলকে ছুরিকাঘাত করা হয়।
- গির্জায় সন্ত্রাসবাদের এই ঘটনার তদন্তের পর, অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতির গুরুত্বের প্রতি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। এসবিএস নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযুক্ত সেই আক্রমণকারীর এই ভূমিকাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন।
- জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। আর, ভেটো প্রদান করেছে যুক্তরাষ্ট্র।
- বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে আজ থেকে ভোটের লড়াই শুরু। সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনে ৪৪ দিন ধরে সাতটি পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আবারও ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS








