আজকের শীর্ষ খবর:
- নেট জিরো লক্ষ্য মাত্রার বৈশ্বিক মান অর্জনে ব্যর্থ হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সিডনি ইউনিভার্সিটির একটি নতুন গবেষণায় দেখা গেছে বিশ্লেষিত ১০টি বিশিষ্ট সংস্থার অর্ধেকেরও কম তাদের জলবায়ু লক্ষ পূরণের পথে ছিল।
- সিডনিতে গতকাল সোমবার তীব্র ঝড় থেকে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাতের শিকার হওয়া ব্যক্তিরা এখন সুস্থ। রয়্যাল বোটানিকাল গার্ডেনে আশ্রয় নেওয়া চার ব্যক্তি বজ্রঝড়ের প্রকোপে স্বল্প সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল।
- ভিক্টোরিয়ার ইতিহাসে অন্যতম বৃহত্তম ব্লাকআউটের ঘটনায় ট্রান্সমিশন নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহে ঝড়ের কবলে পড়ে সেখানে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরে পান। তবে, হাজার হাজার মানুষ বেশ কয়েক দিন বিদ্যুৎ-বিহীন অবস্থায় অতিবাহিত করেন। তাদের মধ্যে কেউ কেউ এখনও বিদ্যুৎ সংযোগ ফিরে পান নি।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালতের বিচারকদের প্রতি ফিলিস্তিনের প্রতিনিধিরা আহ্বান জানিয়েছেন, তাদের ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করতে। হেগ-এ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ এক সপ্তাহের শুনানির শুরুতে তারা এই আহ্বান জানান।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









