আজকের শীর্ষ খবর:
- মিনিস্টার ফর ডিফেন্স ইন্ডাস্ট্রি প্যাট কনরয় ঘোষণা করেছেন যে, ফেডারাল সরকার রয়্যাল নেভি, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এবং অস্ট্রেলিয়ান আর্মির সক্ষমতা বৃদ্ধির জন্য বহু বিলিয়ন ডলারের ক্রয় করবে।
- ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, ৯০ শতাংশ সিরিয়ান এবং ইরাকি শরণার্থী, যারা তাদের জন্মভূমিতে সংঘাতের ফলে অস্ট্রেলিয়ায় এসেছেন, তারা এখানে বসবাস করতে পেরে অনেক খুশি।
- কনস্ট্রাকশন, ফরেস্ট্রি, মেরিটাইম, মাইনিং ও এনার্জি ইউনিয়ন থেকে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি বোর্ডে তাদের একজন সদস্যকে বসানোর প্রস্তাবের সমালোচনা করেছেন ফেডারাল বিরোধী দলীয় নেতা পিটার ডাটন।
- ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। ইউক্রেনে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে ডেনমার্ক। নতুন বছরে এগুলোর প্রথম গ্রুপটি আসার কথা রয়েছে।
- সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলো হারিয়ে নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









