আজকের শীর্ষ খবর:
- মে মাসের বাজেটের আগে, অস্ট্রেলিয়ার বড় দু’টি রাজনৈতিক দলের পক্ষে প্রায় সমান সমর্থন রয়েছে বলে দেখা গেছে দু’টি নতুন জরিপে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রকাশিত নিউজপোল জরিপে দেখা গেছে যে, বেশিরভাগ ভোটার মনে করেন নেতা হিসেবে মিস্টার ডাটনের চেয়ে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি শ্রেয়তর। এক্ষেত্রে মিস্টার অ্যালবানিজি পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন ও মিস্টার ডাটন পেয়েছেন ৩৫ শতাংশ সমর্থন।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে মাদক পাচার এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশন। ২০২৩ সালের মে মাসে পার্থের ইয়ংগাহ হিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে দু’দিনের সফরের পর, আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশন।
- বিদ্যুতের উচ্চমূল্যের ন্যায্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। তিনি বলেন, ১৯৭৪ সালের ওপেক তেল সঙ্কটের পর, ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় এনার্জি ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে বিশ্ব। এবিসি রেডিওকে তিনি বলেন, এর প্রভাব পড়েছে বিদ্যুতের দামের ক্ষেত্রে।
- ২০২৬ সালের এশিয়ান কাপের জন্য আয়োজক অঙ্গরাজ্যগুলোর নাম প্রকাশ করেছে ফুটবল অস্ট্রেলিয়া। পছন্দের ভেন্যু হিসেবে মনোনীত হয়েছে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









