আজকের শীর্ষ খবর:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ভাল হলেই কার্ফিউ তুলে নেওয়া হবে। বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৩৯ জনের মৃত্যুর কথা জানা গেছে। আর, গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিকে।
- নতুন বান্ধবীর সঙ্গে মিলে পুরনো বান্ধবীকে গাড়ি চাপা দিয়ে হত্যার পরিকল্পনার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনছে কুইন্সল্যান্ড পুলিশ। মেয়েকে একটি ডে-কেয়ারে রেখে ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কিইশা থম্পসন। তখন উদ্দেশ্যমূলকভাবে তাকে একটি ফোর হুইল গাড়ি দিয়ে আঘাত করা হয়। ১৯ জুলাই, শুক্রবার ব্রিসবেনের দক্ষিণে ডেইজি হিলে এ ঘটনা ঘটে।
- মেলবোর্নে আগুন নেভানোর ক্ষেত্রে ত্রুটিপূর্ণ, বিপদজনক এবং পুরনো যন্ত্রপাতি ব্যবহারে ফায়ারফাইটারগণ বাধ্য হয়েছিল বলে তারা জানিয়েছেন। ইউনাইটেড ফায়ার-ফাইটার্স ইউনিয়ন দাবি করেছে, শিল্প-কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে তারা প্রয়োজনীয় সরঞ্জাম পান নি।
- নার্সদের জন্য প্রকৃত মজুরি বৃদ্ধির দাবিতে সাড়া দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস। ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনের অংশ হিসেবে এই উদ্যোগ। এই খাতে কর্মী-সঙ্কট মোকাবেলায় এক বছরে ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির জন্য রাজ্য জুড়ে সমাবেশ করেছে নার্স এবং মিডওয়াইফরা।
- আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার এবং প্রার্থী হিসেবে মিজ হ্যারিসকে সমর্থন করার এক দিন পরই বিশিষ্ট ডেমোক্র্যাট এবং অনুদান দাতাগণ তাকে সমর্থন করেন।
- আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই কীর্তি গড়লেন স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। সোমবার ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ ওভার ৪ বলে ২১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে এটাই রেকর্ড।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









