আজকের শীর্ষ খবর:
- চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। ২০২২ সালে নির্বাচনে জেতার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এটা তার নবম বৈঠক। আর, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে মনোনিবেশ করার জন্য মিস্টার বাইডেনকে অনুরোধ করতে আগ্রহী মিস্টার অ্যালবানিজি। কারণ, হামাস এবং ইসরায়েলের মাঝে যুদ্ধের তীব্রতা বাড়ছে।
- এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে এ বছরের নভেম্বরে চীনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। সাত বছরের মধ্যে এটাই হবে অস্ট্রেলিয়ান কোনো প্রধানমন্ত্রীর জন্য প্রথম চীন সফর।
- জব স্ক্যাম থেকে সাবধান হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে অস্ট্রেলিয়ানদেরকে। এ বছরের জানুয়ারি থেকে এ কারণে ক্ষতি হয়েছে প্রায় ২০ মিলিয়ন ডলার।
- গত সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায়, এর আগের তিন মাসে পেট্রোলের দাম বেড়েছে সাত শতাংশেরও বেশি। আর তার প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন-যাত্রায়। ইসরায়েল এবং হামাসের মাঝে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
- পানি এবং ওষুধের জরুরি ঘাটতি মেটাতে গাজায় আরও অনেক বেশি সংখ্যক ত্রাণবাহী ট্রাক পাঠাতে আহ্বান জানিয়েছে ত্রাণকর্মীরা। আরও বেশি বেশি ত্রাণ সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিশরের রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাকের দ্বিতীয় বহর প্রবেশের পর তিনি আহ্বান জানান।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









