আজকের শীর্ষ খবর:
- সর্বশেষ নিউজপোল সমীক্ষায় দেখা গেছে, ফেডারাল লেবার পার্টির ভোট সমর্থন কমে ৩২ শতাংশে এসে দাঁড়িয়েছে। আর, এর বিপরীতে, কোয়ালিশনের সমর্থন বেড়ে ৩৭ শতাংশে পৌঁছেছে। তবে, পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতা পিটার ডাটনের চেয়ে ১৪ শতাংশ এগিয়ে রয়েছেন লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত পোস্ট ও এ নিয়ে গর্ব করার জন্য শাস্তির প্রস্তাব করা হচ্ছে। ফেডারাল বিরোধী দল একটি নতুন বিলের প্রস্তাব করছে যেখানে এ ধরনের কার্যকলাপের জন্য শাস্তির প্রস্তাব করা হচ্ছে। অনলাইনে কুখ্যাতি বাড়ানোর উদ্দেশ্যে যারা সহিংসতা, মাদক অপরাধ কিংবা সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো তুলে ধরে, তাদের জেলে পাঠানোর প্রস্তাব করা হচ্ছে এতে।
- রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে তাসমানিয়া। লিবারাল নেতা জেরেমি রকলিফ সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করছেন এবং এজন্য বিভিন্ন ক্রস বেঞ্চারের সঙ্গে আলোচনা করছেন। শনিবারের রাজ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য প্রয়োজনীয় ১৮টি আসন নিশ্চিত করতে পারে নি মিস্টার রকলিফের লিবারাল পার্টি।
- ইসরায়েলি বাহিনী গাজার আরও দু’টি হাসপাতালে আক্রমণ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এদিকে, ইসরায়েল দাবি করেছে যে, তারা গাজার প্রধান আল-শিফা হাসপাতালে আক্রমণের সময়ে ৪৮০ জন জঙ্গিকে আটক করেছে। তারা আরও বলেছে যে, এটি হামাসের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









