শীর্ষ সংবাদ
- জুন ত্রৈমাসিকে ছয় শতাংশে নেমে এসেছে বার্ষিক মুদ্রাস্ফীতির হার। মার্চে এই হার ছিল সাত শতাংশ।
- ওয়েস্ট অস্ট্রেলিয়ার চেইনেস বিচে আটকা পড়ে অন্তত ৫১টি তিমি মারা গেছে।
- রিজিওনাল ভিক্টোরিয়ায় একটি রিটায়ামেন্ট ভিলেজে আগুন লাগার পর একজন বাসিন্দা মারা গেছেন।
- কূটনৈতিক আলোচনার উদ্দেশ্যে আজ নিউজিল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









